মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বাংলা ভাষার এক ধরনের দুর্গতি হয়েছে

সেলিনা হোসেন

বাংলা ভাষার এক ধরনের দুর্গতি হয়েছে

বাংলা ভাষার এক ধরনের দুর্গতি হয়েছে। আমরা নানাভাবে বাংলাকে ব্যবহার করছি, যা মোটেও কাম্য নয়। এর মধ্য দিয়ে আমরা কিন্তু নিজেদেরই অবমাননা করছি। আগে নিজের ভাষা জানতে হবে। তারপর ইংরেজি। আমি বিশ্বাস করি, ভাষা হিসেবে বাংলা, সর্বত্রই বড় ধরনের মর্যাদার জায়গা তৈরি করে নিয়েছে। সাহিত্যের ক্ষেত্রেও বাংলা তার সুনাম রক্ষা করে চলছে।

আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই আমাদের তরুণ সাহিত্যিকদের, যারা বর্তমান সময়ে বাংলা সাহিত্যের হাল ধরেছেন। এই সাহিত্যিকরা সময়কে ধারণ করে, যে সাহিত্য রচনা করছেন তাতে বাংলা আরও বড় জায়গায় যাচ্ছে, প্রসারিত হচ্ছে। ’৪৭ পরবর্তী সময়ে শওকত ওসমানসহ অন্যান্য প্রখ্যাত সাহিত্যিকদের স্রোত আমরা দেখেছিলাম তারা সে সময় থেকেই ভিন্ন একটি ধারা তৈরি করেছিলেন। আগে সামগ্রিক ধারা ছিল। আর বাংলাদেশের বর্তমান সাহিত্যিকরাও ভিন্ন একটি ধারা তৈরি করছেন। বাংলাদেশের মানুষ ছাড়াও অন্য জনগোষ্ঠী যেমন-পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ বাংলায় কথা বলছে। এর মাধ্যমে বিশ্ব দরবারে বড় জায়গায় বাংলাভাষী জনগোষ্ঠী তৈরি হচ্ছে। কিন্তু দেশে বিভিন্নভাবে বাংলাভাষার বিকৃতি হচ্ছে। বাণিজ্যিক প্রচারে ব্যবহূত বিলবোর্ডে যেমন বাংলার অপব্যবহার হচ্ছে তেমনি দেশীয় এফ এম রেডিওগুলোও বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে বাংলার বাণিজ্যিকীকরণ করছে।

অনুলেখক : জিন্নাতুন নূর

সর্বশেষ খবর