শিরোনাম
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিএনপির মানববন্ধনে বাধা, দুদু গ্রেফতার

খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মানববন্ধনে বাধা, দুদু গ্রেফতার

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি —বাংলাদেশ প্রতিদিন

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে গতকাল দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। পূর্ব ঘোষিত এ কর্মসূচি কোথাও কোথাও পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে মত্স্য ভবন মোড় থেকে গ্রেফতার হন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিএনপির দাবি, গতকাল দেশব্যাপী প্রায় ৮৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ৩০ জানুয়ারি থেকে এ পর্যন্ত গ্রেফতার প্রায় সাড়ে ৪ হাজার। এদিকে আজ প্রেস ক্লাবের সামনে একই সময়ে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আগামীকাল রয়েছে অনশন কর্মসূচি। সারা দেশের সব সাংগঠনিক জেলায় অনুরূপ কর্মসূচি দেওয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী মানববন্ধনে সমাপনী বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই কারাবাসের বিরুদ্ধে আপনারা ক্ষোভ, হতাশার পাশাপাশি বেগম জিয়ার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। আজকে এই মানববন্ধনের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে, ম্যাডাম এ দেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, দেশনেত্রীর মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। বিএনপি মহাসচিব বলেন, ‘দেশনেত্রী কারাগারে যাওয়ার আগে বলে গেছেন, আপনাদের ধৈর্য ধরতে, শান্ত হতে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে। আমাদের এই কর্মসূচি বেগম জিয়াকে কারামুক্ত ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এই মুহূর্তে বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। ম্যাডামকে নিয়েই আমরা আগামী নির্বাচনে যাব। তাকে ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। আমরা সহায়ক সরকার চাই, আমরা একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। তাই আসুন শান্তিপূর্ণভাবে আন্দোলন করে দেশনেত্রীকে কারামুক্ত করি।’ একই সঙ্গে দলের নেতা-কর্মীদের গ্রেফতার বন্ধ করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘চেয়ারপারসনকে অন্যায়ভাবে দেওয়া সাজা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, আমাদের সব নেতার সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। চার দিন ধরে ডিভিশন না দিয়ে সরকার আমাদের নেত্রীকে একজন অডিনারি প্রিজনার হিসেবে কষ্ট দিয়েছে। সরকার জেলকোড ভঙ্গ করেছে। আমরা সরকারের এহেন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই।’ স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, ‘যত ষড়যন্ত্র হোক, বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচন বেগম খালেদা জিয়াকে নিয়েই হবে। তাকে ছাড়া কেউ নির্বাচন চিন্তা করলে সেটা হবে দুঃস্বপ্ন। খালেদা জিয়ার মুক্তি দাবিতে বেলা ১১টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও ১০টা থেকেই নেতা-কর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে মানববন্ধন কর্মসূচি জনসভায় রূপ নেয়। প্রায় আধা ঘণ্টা পর্যন্ত পুরানা পল্টন মোড় হতে হাই কোর্ট মোড় পর্যন্ত বাম পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। এ সময় নেতা-কর্মীরা রাস্তাজুড়ে অবস্থান নিয়ে ‘খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বিএনপি নেতা-কর্মী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, কৃষিবিদসহ বিভিন্ন  শ্রেণি-পেশার নেতা-কর্মীরা এতে সমবেত হয়ে খালেদা জিয়ার মুক্তির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে ব্যাপক সংখ্যক মহিলা কর্মী-সমর্থক অংশ নেন। মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার  মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতৃবৃন্দ ফুটপাথে উঠে মাইক ছাড়াই বক্তব্য দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লা বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, এ  জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, মাহমুদুল হাসান, মিজানুর রহমান মিনু, আবুল খায়ের ভুঁইয়া, জয়নাল আবেদীন, ভিপি জয়নাল, জয়নুল আবদিন ফারুক, গোলাম আকবর খন্দকার, হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক সুকোমল বড়ুয়া, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ডা. সাখাওয়াত হোসেন জীবন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শিরিন সুলতানা, হাবিবুল ইসলাম হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, শহীদুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আমিরুল ইসলাম আলীম, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, নিলোফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান, শাম্মী আখতার, রাশেদা বেগম হীরা, আবদুল আউয়াল খান, কাদের গনি চৌধুরী, তাবিথ আউয়াল, বেবী নাজনীন, আবদুল মতিন, হায়দার আলী লেলিন, শেখ মোহাম্মদ শামীম, বজলুল করীম চৌধুরী আবেদ, নেওয়াজ হালিমা আরজু, অপর্ণা রায়, নিপুর রায়সহ নেতৃবৃন্দ। মহানগরের কাজী আবদুল বাশার, মুন্সি বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান, তানজীর আহমেদ রবিন, যুবদলের সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, জাসাসে অধ্যাপক মামুন আহমেদ, শায়রুল কবির খান, শাহিনুল ইসলাম শায়লা, ছাত্রদলের মামুনুর রশীদ, আসাদুজ্জামান আসাদ, আতিক আল হাসান মিন্টু, শামীম আহমেদ, জিএম মান্নান, মত্স্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ওলামা দলের এম এ মালেক, শাহ  নেসারুল হক প্রমুখ নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন। এ ছাড়া ২০ দলীয় জোটের কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, লেবার পার্টির একাংশের মোস্তাফিজুর রহমান ইরান, অপর অংশের হামদুল্লাহ মেহেদি, এলডিপির ড. রেদোয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, জাগপার খন্দকার লুত্ফর রহমান, ন্যাপের গোলাম মোস্তফা, জমিয়তে উলামা ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির গোলাম মুর্তজা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিএলের সাইফুদ্দিন মনি প্রমুখ অংশ নেন। মানববন্ধনের এই কর্মসূচি উপলক্ষে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কাছাকাছি রাখা হয় জলকামানের গাড়িসহ পুলিশ ও গোয়েন্দা সংস্থার কয়েকটি মাইক্রোবাস। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রমনা ইঞ্জিনিয়ার্সে আজ অবস্থান : খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজ রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে ‘অবস্থান’ কর্মসূচি করবে বিএনপি। গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা জানান। তিনি বলেন, ‘মানববন্ধনের মতো কালকে (মঙ্গলবার) আমাদের অবস্থান কর্মসূচি হবে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি হবে। আমাদের নেতা-কর্মী সেখান দাঁড়িয়ে  কর্মসূচি সফল করবেন বলে আমরা প্রত্যাশা করছি। সারা দেশে স্থানীয় সুবিধা অনুযায়ী জেলা নেতৃবৃন্দ এই কর্মসূচি পালন করবেন। আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত না করা পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরব না।’ গতকাল সকালের মানববন্ধন কর্মসূচির পর মত্স্য ভবনের কাছ থেকে শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের নিন্দা জানিয়ে রিজভী আহমেদ বলেন, ‘রাত থেকে এ পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ৮৫ জনের বেশি নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। গত ৩০ জানুয়ারি থেকে এ পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪০০ জনের অধিক। অবিলম্বে সব নেতা-কর্মীকে মুক্তি দিতে হবে।’

জেলায় জেলায় মানববন্ধন বাধা লাঠিচার্জ আটক : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা-উপজেলায় মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। এর মধ্যে বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা প্রদান, লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন দলের নেতা-কর্মীরা। প্রতিনিধিদের খবর— বরিশাল : বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সব সিনিয়র নেতার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজানো রায়ের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে বিএনপি। তবে সদর রোডে মানববন্ধন করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সিনিয়র নেতারা। ভোলা : ভোলায় জেলা বিএনপির মানববন্ধনে পুলিশ লাঠিচার্জ করে। আহত হন ১০ নেতা-কর্মী। আটক করা হয় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের সেলিম ও পৌর যুবদলের আহ্বায়ক ফারুক সিকদারকে। কুড়িগ্রাম : সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবার রহমান ও সদর উপজেলা ছাত্রদল সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক রুবেলসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর বিএনপির মানববন্ধন পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে। এ সময় নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেওয়াসহ ছয় নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করে বিএনপি। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আটকরা হলেন শিপন, নুরু, রাশেদ, আলমগীর প্রমুখ। নেত্রকোনা : জেলা মহিলা দলের মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। দুপুর ২টায় মোক্তারপাড়ায় প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধনের চেষ্টা করে মহিলা দল। টাঙ্গাইল : জেলা শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে মানববন্ধন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। বক্তৃতা করেন কৃষিবিদ সামছুল আলম তোফা, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের বড় হুজুর বাড়ির সামনে মানববন্ধনের চেষ্টা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা সিলেট রোডের পাইকপাড়ায় পাবলিক হেলথ অফিসের সামনে মানববন্ধন করে।  ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধার মুখে মানববন্ধন করেছে জেলা বিএনপি। তবে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়। এ সময় জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমানসহ নেতারা বেগম জিয়ার মুক্তির দাবি জানান। নরসিংদী : স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জেলা বিএনপি। সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন সুলতান উদ্দিন মোল্লা, রোকেয়া আহম্মেদ লাকি, সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী, অ্যাডভোকেট বাছেদ ভূইয়া, যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহেন শাহ শানুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সিরাজগঞ্জ : শহরের ইবি রোড ও বেলকুচির সেনভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তব্য দেন রাকিবুল করিম খান পাপ্পু, আবদুর রাজ্জাক মণ্ডল, নুরুল ইসলাম গোলাম, রেজাউল করিম প্রমুখ। কুমিল্লা : নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডে দড়্গিণ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মো. মোস্তাক মিয়া, মোস্তাফা জামান, ভিপি জসিম, সফিউল আলম রায়হান, সাবেরা আলাউদ্দিন, নেছার আহমেদ রাজু, পিটার মাহমুদ, বকুল, তোফায়েল আহমেদ প্রমুখ। জয়পুরহাট : জেলা শহরের তৃপ্তির মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ফজলুর রহমান, মমতাজ উদ্দিন মণ্ডল, অধ্যক্ষ সামছুল হক প্রমুখ। ফরিদপুর : জেলা শহরে নিউমার্কেট গেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে জেলা স্বেচ্ছাসেবক দল। উপস্থিত ছিলেন সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, আশরাফ হোসেন, হাসানুর রহমান মৃধা, লিটন বিশ্বাস, আবুল কালাম আজাদ বাদশা, তৌহিদুর রহমান জয়নাল, সৈয়দ সাদিকুর রহমান, শেখ সুলতান মাসুদ, লিটন মিয়া, জাহাঙ্গীর হোসেন টাণ্ডু। খাগড়াছড়ি : জেলা শহরের ভাঙ্গাব্রিজ এলাকায় মানববন্ধন করেন নেতাকর্মীরা। জাহিদ হোসেনের সঞ্চালনায় আবু ইউসুফ চৌধুরী ও মাহাবুুব আলম সবুজ বক্তব্য দেন। নোয়াখালী : নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে জেলা বিএনপির মানববন্ধনে গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাডভোকেট আবদুর রহিম, অ্যাডভোকেট আবদুর রহমান, আবু নাসের, মাহবুব আলমগীর আলো, শাহ জাফর উল্যাহ রাসেল, ভিপি জসিম উদ্দিন, কামাক্ষা চন্দ্র দাস। বাগেরহাট : জেলা শহরের সরুই এলাকায় দলীয় কার্যালয়ের সামনে কঠোর পুলিশি প্রহরায় বিএনপির মানববন্ধনে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ : জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করে বিএনপি। বক্তব্য দেন হারুনুর রশীদ, নুরুল ইসলাম সেন্টু, আনোয়ার হোসেন, ফারুক হোসেন, মিম ফজলে আজিমসহ অন্যরা।

বার্নিকাটের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করলেন ফখরুল : মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকালে রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে চলমান রাজনীতি নিয়ে তারা কথা বলেন। সূত্রমতে, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতকে মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা অভিযোগের এক মামলায় অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। উদ্দেশ্য বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা। এ সময় দলের নেতা-কর্মীদের গ্রেফতার-হয়রানিসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বার্নিকাটকে অবহিত করেন বিএনপি মহাসচিব। এদিকে আজ বিকাল ৪টায় গুলশান কার্যালয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। মির্জা ফখরুল প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সর্বশেষ খবর