মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ঢাকায় নির্বাচন করতে চান এরশাদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নির্বাচন করতে চান এরশাদ

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, ভাসানটেক) আসনে নিজে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ভোট চাইলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল ঢাকা-১৭ নির্বাচনী এলাকার ভাসানটেক বাজার, দামালকোর্ট ও কচুক্ষেতে পৃথক তিনটি জনসভায় বক্তব্যকালে তিনি এলাকাবাসীর কাছে নিজের জন্য ভোট চান। এর আগে ২০০৮ সালের ২৯  ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে মহাজোটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও এ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেও নির্বাচনের আগ মুহূর্তে তিনি নির্বাচন না করার ঘোষণা দিলে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। পথসভায় এইচ এম এরশাদ আরও বলেন, আমি আগেও এই এলাকার মানুষের সঙ্গে ছিলাম। অনেক উন্নয়ন করেছি। আমাকে সবসময় কাছে পেয়েছেন। বর্তমান এমপিকে মানুষ খুঁজে পায় না। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কে নির্বাচনে এলো বা না এলো এতে আমার কিছু আসে যায় না। গণতন্ত্রের মূল বক্তব্যই হলো নির্বাচন। জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা আপনাদের কাছে ভোট চাই। আপনারা আমার পাশে থাকুন। আমি আপনাদের সমর্থন চাই। আপনাদের সমর্থনে আমি এলাকা থেকে নির্বাচন করতে চাই। সাবেক এ রাষ্ট্রপতি বলেন, দেশে সুশাসনের অভাব। যেজন্য গুম-হত্যা-ধর্ষণ হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় এলে দুখী মানুষের পাশে দাঁড়াব। তিনি ভাসানটেকে সম্প্রতি পুড়ে যাওয়া বস্তি নির্মাণে সাধ্যমতো সাহায্য করার ঘোষণা দিয়ে সরকারকেও এ বস্তি পুনর্নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতি, মীর আবদুস সবুর আসুদ, মেজর অব. খালেদ আখতার, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, আজম খান, এরশাদের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন, যুগ্ম-মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, আমির হোসেন ভূইয়া এমপি, শ্রমিক পার্টির সভাপতি এ কে এম আসরাফুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর