বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নতুন প্রধান বিচারপতির ফুল কোর্ট সভা আজ

নিজস্ব প্রতিবেদক

নতুন প্রধান বিচারপতির ফুল কোর্ট সভা আজ

হাই কোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আজ ফুল কোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সভায় ১৪৮

অতিরিক্ত জেলা জজকে জেলা জজ পদে পদোন্নতির প্যানেলে অন্তর্ভুক্ত করার বিষয়ে বাছাই কমিটির প্রস্তাব অনুমোদন হওয়ার কথা রয়েছে। এই ১৪৮ অতিরিক্ত জেলা জজ ১৮ ব্যাচের কর্মকর্তা। এর বাইরে ফুল কোর্ট সভায় অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ ও দায়রা জজ পদমর্যাদার আট কর্মকর্তার পদোন্নতির বিষয়ে বাছাই কমিটির সিদ্ধান্ত অনুমোদনের বিষয়টিও থাকছে।

আর এটাই হবে নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম ফুল কোর্ট সভা। গত সোমবার হাই কোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকাল সাড়ে ৩টায় হাই কোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের প্রশাসন ভবন-৪-এর দ্বিতীয় তলায় অবস্থিত কনফারেন্স রুমে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে। বিধি অনুযায়ী, বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, ফুল কোর্ট সভায় তা আলোচনা করা হয়। পরে ওই সিদ্ধান্ত রেজুলেশন আকারে পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। এরপর আইন মন্ত্রণালয় এই সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে। সাধারণত বছরে দুবার জরুরি বিষয়গুলোয় সিদ্ধান্ত নিতে ফুল কোর্ট সভা আহ্বান করা হয়। তবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার আড়াই মাসের দায়িত্ব পালনকালে তিনবার এ সভা অনুষ্ঠিত হয়েছিল।

সর্বশেষ খবর