শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
টি-২০ প্রথম ম্যাচ আজ

তামিম মুশফিকেরও মাঠে নামা অনিশ্চিত

মেজবাহ্-উল-হক

তামিম মুশফিকেরও মাঠে নামা অনিশ্চিত

শ্রীলঙ্কার সঙ্গে জয় নিশ্চিত করতেই কি মাশরাফির দ্বারস্থ মাহমুদুল্লাহ। গতকাল তোলা ছবি —বাংলাদেশ প্রতিদিন

একেই বলে ‘মড়ার উপর খাঁড়ার ঘা!’ ইনজুরির কারণে টি-২০ দল থেকে আগেই ছিটকে গেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের পর চোটে পড়েছেন দুই সেরা তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজনই আজকের ম্যাচে অনিশ্চিত। ঘরের মাঠে হয়তো সেরা তিন ক্রিকেটারকে ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে হবে বাংলাদেশকে! সিনিয়ররা না থাকায় টি-২০তে তরুণরাই টাইগারদের ভরসা। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ছয় ক্রিকেটার। নাজমুল অপু, আবু জায়েদ রাহী, আরিফুল হক, জাকির হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান এদের মধ্যে চারজনের অভিষেক হতে পারে আজ। এদিকে তামিম-মুশফিকের ইনজুরির কথা শোনার পর দলে ডাকা হয়েছে মোহাম্মদ মিথুনকে। বাংলাদেশ দল গাইছে তারুণ্যের জয়গান। এমনিতেই ওয়ানডে ও টেস্টের তুলনায় টাইগাররা টি-২০তে অনেকটা পিছিয়ে। তার ওপর দলের সেরা তারকারা নেই। লঙ্কানদের কাছে ত্রিদেশীয় সিরিজে ও টেস্ট সিরিজ হারার পর এমন তারুণ্যনির্ভর দল নিয়ে কি পারবে বাংলাদেশ! তরুণ তারকাদের ওপর কতটা ভরসা করছেন মাহমদুল্লাহ রিয়াদ? উত্তরে আত্মবিশ্বাসের কথাই শোনালেন টাইগার ক্যাপ্টেন, ‘তরুণ ক্রিকেটাররা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। তারা ভালো পারফর্ম করতে পারলে অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। ওদের জন্য এটা একটা ভালো সুযোগ।’ তরুণদের প্রতি মাহমুদুল্লাহর আহ্বান, ‘টি-২০তে ভয়ডরহীন ক্রিকেট খেলা উচিত। হার নিয়ে যদি চিন্তা করেন টি-২০তে সাফল্যের পরিমাণটাও কমে যাবে। এটা কাটাতে পারলে ভালো কিছু করা সম্ভব। আমাদের দলের যারা আছি সবাইকেই ওই মেসেজটাই দেওয়ার চেষ্টা করছি যে, ভীতি বা হার নিয়ে চিন্তা না করে ইতিবাচকভাবে ভালো খেলার চিন্তা করতে হবে।’ বাংলাদেশ দলে যখন হতাশা চর্চা চলছে তখন আত্মবিশ্বাসে টইটম্বুর শ্রীলঙ্কা। সিনিয়র ক্রিকেটাররা চলে যাওয়ায় কিছুদিন আগেও দলটি খুব বাজে সময় পার কররেছেন। কিন্তু এখন ছন্দে ফিরেছে। হাতুরাসিংহে কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর তাদের শক্তিতে যোগ হয়েছে বাড়তি মাত্রা। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের ব্যাপারে তারা খুবই আত্মবিশ্বাসী। দলটির তারকা ব্যাটসম্যান উপুল থারাঙ্গা বলেন, ‘আমরা এখানে ওয়ানডে ও টেস্টে সিরিজ জিতেছি। তাই আত্মবিশ্বাস আছে। আমাদের দলটি এখন দারুণ ছন্দে। টি-২০ ক্রিকেটে আমরা নতুন কিছু ক্রিকেটার পেয়েছি। তারা ভালোও করছে। তাদেরকে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।’ টি-২০ ক্রিকেটের সঙ্গে ফেবারিট ‘তকমা’ খুব একটা যায় না। যে কোনো দলই জয় পেতে পারে। তাই সিনিয়ররা ইনজুরিতে পড়লেও তরুণ নিয়ে আশা করতেই পারে বাংলাদেশ। সেটাই স্বাভাবিক। তা ছাড়া তারুণ্যের একটা সম্মোহনী শক্তি আছে না! আর সেই শক্তিতেই আজ বলীয়ান হোক বাংলাদেশ!

সর্বশেষ খবর