বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিএনপিকে নির্বাচনে মনোযোগী হওয়ার পরামর্শ ইপির

প্রতিদিন ডেস্ক

দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ‘জটিলতা’ তৈরি হয়েছে বলে মনে করছেন ইউরোপীয় পার্লামেন্টারি (ইপি) প্রতিনিধি দলের নেতা জ্যঁ ল্যামবার্ট। খবর বিডি নিউজ’র। সফররত ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ল্যামবার্ট গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, খালেদার সাজা হওয়াটা তার দলের জন্য ‘চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়ালেও রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্য আগামী নির্বাচনে মনোযোগী হওয়াটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরাও মনে করি পরিস্থিতি বেশ জটিল।’ তবে খালেদার বিরুদ্ধে মামলা ও তার সাজা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ল্যামবার্ট। তিনি বলেন, ‘কিন্তু সত্যিকার অর্থেই বেগম জিয়ার দল চ্যালেঞ্জের মুখে পড়েছে। তারপরও আমি মনে করি, রাজনৈতিক দল হিসেবে তাদের (বিএনপি) নির্বাচনে মনোযোগী হওয়াটাই জরুরি।’ এই পরিস্থিতিতে বিএনপির জন্য নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোও চ্যালেঞ্জের বলে মনে করেন তিনি। ল্যামবার্ট বলেন, ‘আমরা জানি এই মুহূর্তে সংগঠন গোছানো, প্রচারণায়ও অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গেও আলোচনা করেছি।’ মূলত রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ল্যামবার্টের নেতৃত্বে বাংলাদেশে এসেছে ১১ সদস্যের ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টারি প্রতিনিধি দল। চার দিনের সফরের শেষ দিন প্রতিনিধি দলটি নির্বাচন কমিশন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন।  ল্যামবার্ট উল্লেখ করেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় তারা এমন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়। এছাড়াও আগামী নির্বাচনের বাজেট, সক্ষমতা ও ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করেন বলে জানান তিনি। ল্যামবার্ট বলেন, ‘বাংলাদেশের জনগণ যাতে নিজেদের পছন্দ মতো ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে সব দল নির্বাচনে আসবে বলে আমরা আশাবাদী। জনগণের জন্য এটা সত্যিই গুরুত্বপূর্ণ।’

ইসির সঙ্গে বৈঠক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিম্ন আদালতে পাঁচ বছরের জেল হওয়ায় নির্বাচনে অযোগ্যতার বিষয়ে নির্বাচন কমিশনের ‘কিছু করার নেই’ বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি। কমিশন বলেছে, সাজা হওয়ার পর তার ভোটে অংশ নেওয়া না নেওয়ার বিষয়টি আদালতের ওপর নির্ভর করছে। গতকাল বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টারি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। বৃহস্পতিবার রায় হওয়ার ছয় দিন পর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক এ বক্তব্য এলো। জেল হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না— জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, এ বিষয়ে প্রতিনিধি দলের একজন জানতে চেয়েছিলেন। সিইসি তাদের বলেছেন, এটি আদালতের বিষয়। আদালত যদি অ্যালাও করে তাহলে ইসির কিছু করার নেই। আর যদি অ্যালাও না করে, তাহলেও ইসির কোনো ভূমিকা থাকবে না। কমিশন সংবিধান ও আইন অনুযায়ী সবকিছু করবে বলে জানান সচিব। বেলা ৩টা ১০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসে প্রতিনিধি দল। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি ডেলিগেশন জিম ল্যামবার্ডের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সচিব বলেন, তারা আগামী সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন।

বিএনপির সঙ্গে বৈঠক : বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলকে বিএনপি নেতারা জানিয়েছেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে নেওয়া হয়েছে। সরকারের উদ্দেশ্য, বিএনপি চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যানকে নির্বাচনে ‘অযোগ্য’ ঘোষণা করা। এ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই প্রতিনিধি দলের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন ১৫ সদস্যের প্রতিনিধি। বৈঠক থেকে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব বলেন, ‘ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, চেয়ারপারসনের মামলার রায় এবং বর্তমানে গণতন্ত্রের যে অবস্থা রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।  দেশনেত্রীর রায়ের বিষয়টি আমরা তাদেরকে অবহিত করেছি।’

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেহ উদ্দিন, আবদুল কাইয়ুম, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

সর্বশেষ খবর