রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ডিসেম্বরেই অবসরে যাচ্ছেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরেই অবসরে যাচ্ছেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ক্যারিয়ারে বহুদিন থাকলে পচন আসে। তাই আগামী ডিসেম্বরেই দায়িত্ব ছেড়ে দিয়ে অবসরে চলে যাব। গতকাল রাজধানীর খিলক্ষেতে একটি হোটেলে অগ্রণী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে তিনি এ কথা বলেন। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, অগ্রণী ব্যাংকের এমডি শামসুল ইসলাম প্রমুখ। অর্থমন্ত্রী বলেন, ক্যারিয়ারে বহুদিন থাকলে নিশ্চয় পচন আসে। সেই পচনের পরিণতিটা মানুষের মধ্যে বেশি পরিমাণে। সুতরাং আমরাও সে রকম ধরনের চিন্তা-ভাবনা করি। এবারে আমি সত্যিকারভাবে অবসরে যাচ্ছি, আর ১১ মাস বাকি আছে। মুহিত বলেন, আমাদের দেশে ব্যাংকিং সার্ভিস ততটা প্রসারিত হয়নি। আমাদের ব্যাংকের শাখা আরও বাড়ানো উচিত। কারণ ব্যাংকে যত বেশি লোককে জড়িত করতে পারব, ততই আর্থিক কর্মকাণ্ড বেশি শক্তিশালী হবে। আর্থিক কর্মকাণ্ড যত শক্তিশালী হয়, ততই দেশের উন্নয়ন হয়। অর্থমন্ত্রী বলেন, আজকে (গতকাল) সকালে পত্রিকায় দেখলাম দেশের একজন সাবেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়েছেন দুজন ব্যক্তিকে যেখানে দায়িত্বটা গুরুত্বপূর্ণ নয়, সেখানে পাঠিয়ে দিতে। সে দুজন ব্যক্তির একজন আমার বন্ধু শিক্ষামন্ত্রী। আর দুই নম্বর ব্যক্তি আমি। ঋণ খেলাপ হওয়ার ঝুঁকি কমাতে ব্যাংকারদের পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ঋণ খেলাপ হওয়া প্রতিরোধ করতে ব্যাংকারদের দুটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রথমত, ঋণগ্রহীতার প্রকল্প প্রস্তাব ভালোমতো খতিয়ে দেখতে হবে। প্রকল্পটি টেকসই হবে কিনা সে বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। দ্বিতীয়ত, ঋণগ্রহীতার বিষয়ে খোঁজখবর নিয়ে তার সঙ্গে সম্পর্ক উন্নত করতে হবে। ব্যাংকগুলো চাইলেই এ বিষয় দুটি পরিপালন করতে পারে। এতে তাদের ঋণ সুরক্ষিত থাকবে।

সর্বশেষ খবর