রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সংসদে বিরোধী দল চাটুকার

নিজস্ব প্রতিবেদক

সংসদে বিরোধী দল চাটুকার

বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। বর্তমান বিরোধী দল চাটুকার। সংসদে তারা বিরোধী দলের ভূমিকা রাখতে পারছে না।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় বাংলাদেশ জাসদ আয়োজিত কাজী আরেফ আহমেদের স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আম্বিয়া বলেন, জাতি একটি সুষ্ঠু নির্বাচন চায়। আগামী নির্বাচন সুষ্ঠু হবে এটিই জাতির প্রত্যাশা। তিনি আরও বলেন, দেশে সব দুর্নীতির বিচার হতে হবে। দুর্নীতি বন্ধ না হলে দেশ বাঁচবে না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তিনি বলেন, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এর বিকল্প নেই। ১৪ দলের ঐক্য অটুট আছে। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নেব। তিনি বলেন, বর্তমান রাজনীতিতে কাজী আরেফের শিক্ষা প্রয়োজন। সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ বক্তব্য দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর