সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পরাজয়ের বৃত্তেই টাইগাররা

রাশেদুর রহমান, সিলেট থেকে

এ যেন পাহাড় ধসের মতোই ব্যাপার। নড়বড়ে পাহাড়ে বৃষ্টি। তারপর ধস এবং চাপা পড়া। টাইগারদের নড়বড়ে বোলিংয়ের ওপর লঙ্কান ব্যাটসম্যানদের রান-বৃষ্টি ধস নামাল টাইগারদের ওপর। সেখান থেকে ১১ জন মিলেও আর মাথা উঁচু করে দাঁড়াতে পারল না। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরাজয় দিয়েই যাত্রা করল টাইগাররা। ৭৫ রানের বিশাল ব্যবধানে হেরে লঙ্কানদের কাছে দুই ম্যাচ টি-২০ সিরিজে ধবলদোলাই হলেন মাহমুদুল্লাহরা। ত্রিদেশীয় সিরিজ আর টেস্ট সিরিজের ব্যর্থতা ঘুচানো গেল না টি-২০তেও।

সাইফুদ্দিনের ভুলে রান আউটের শিকার অধিনায়ক মাহমুদুল্লাহ (৪১)। বাংলাদেশের পরাজয়টা কেবল সময়ের ব্যাপার। জায়ান্ট স্ক্রিনে বার বার ভেসে উঠল চন্ডিকা হাতুরাসিংহের হাসিমুখ। বিজয়ীর মুখ! সিলেটে টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২১০ রান উপহার দিল। কুশল মেন্ডিস দ্বিতীয় টি-২০ অর্ধশতক করলেন (৭০)। বাকিরাও ঝড়ো গতির খণ্ড খণ্ড ইনিংস খেললেন। গুনাতিলক ৪২, পেরেরা ৩১, শানাকা ৩০ আর থারাঙ্গা ২৫। লঙ্কানদের রানের নিচে চাপা পড়েও স্বপ্ন দেখছিল দর্শকরা। এই মাঠেই আয়ারল্যান্ডের ১৮৯ রান টপকে ১৯৪ করেছিল নেদারল্যান্ডস। তাও ৩৬ বল হাতে রেখেই! রানের এমন গতি যেখানে, টাইগারদের কাছ থেকে বড় কিছু আশা করা ভুল ছিল না। কিন্তু বৃথাই স্বপ্নের জাল বোনা। সিলেটে নিজেদের প্রথম ম্যাচটা বাজেভাবেই হারল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে যেন ছেলেখেলাই করলেন ব্যাটসম্যানরা। অধিনায়ক মাহমুদুল্লাহর ৪১ আর তামিম ইকবালের ২৯ ছাড়া বাকিদের ব্যাট থেকে উল্লেখ করার মতো রানই হয়নি। ম্যাচের শেষ পর্যন্ত টিকে থাকাটাই ছিল চ্যালেঞ্জিং। লঙ্কান বোলারদের মধ্যে মধুশঙ্ক ও গুনাতিলক পেয়েছেন দুটি করে উইকেট। এ ছাড়াও একটি করে উইকেট শিকার করেন ধনঞ্জয়, অপনসো, জীবন মেন্ডিস ও উদানা। ম্যাচটা শেষ হয়েছিল মাহমুদুল্লাহর আউট দিয়েই। এরপর কেবল আনুষ্ঠানিকতার অংশটুকু খেলেন মুস্তাফিজ, মেহেদি আর রাহীরা। ৮ বল বাকি থাকতেই অবশ্য অলআউট হয় বাংলাদেশ।

সর্বশেষ খবর