বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মধ্যবিত্তের শ্রেণি সীমানাটাকে ভাঙতেই হবে মুক্তির প্রয়োজনে

সিরাজুল ইসলাম চৌধুরী

কথা হচ্ছিল ছোটগল্প নিয়ে। একসময় ছোটগল্প খুব লেখা হতো। বড় লেখকরা সবাই লিখতেন। পাঠকও ছিল প্রচুর। ওই ধারাটা এখন ক্ষীণপ্রায় হয়ে এসেছে। এর কারণ কী? দুটি কারণ বলা সহজ। একটি হচ্ছে, ছোটগল্পের জায়গা এখন প্রায় একচেটিয়াভাবেই দখল করে নিয়েছে ছোট উপন্যাস; অনেক ক্ষেত্রেই যেগুলো ছোটগল্পই বটে, কিছুটা প্রলম্ব্বিত আকারে। দ্বিতীয় কারণ, ছোটগল্প লেখা সহজ মনে হলেও আসলে সহজ নয়।

♦ বিস্তারিত পৃষ্ঠা-৪ খোলা কলাম এ

সর্বশেষ খবর