সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জনগণ অন্যায়ের বিরুদ্ধে জয়ী হয়

নিজস্ব প্রতিবেদক

জনগণ অন্যায়ের বিরুদ্ধে জয়ী হয়

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, কোনো অগণতান্ত্রিক সরকার এখানে চিরস্থায়ী হতে পারেনি, পারবেও না। মানুষ ঐক্যবদ্ধ হলে যে কোনো অগণতান্ত্রিক সরকারের পতন হয়। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল তিনজনের স্মরণে আয়োজিত এক শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণফোরাম নেতা ডা. রওশন হাকিম, ফজলুল কবির কাউসার ও আবুল হাসনাতের মৃত্যুতে এ শোকসভা অনুষ্ঠিত হয়। কামাল হোসেন আরও বলেন, সব অগণতান্ত্রিক সরকারই স্বপ্ন দেখে তাদের ক্ষমতা চিরস্থায়ী হতে যাচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে প্রত্যেকবারই এখানে জনগণের শক্তি জয়লাভ করেছে।  স্বৈরাচার পরাজিত হয়েছে। প্রত্যেকবারই জনগণ অন্যায়ের বিরুদ্ধে জয়ী হয়েছে। তিনি বলেন, ভাবতে অবাক লাগে একটি অগণতান্ত্রিক সরকার কী করে বলে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত। প্রবীণ এ রাজনীতিক বলেন, এ সরকার স্বপ্নে ভাবছে সব ঠিক। ক্ষমতায় থাকলে সবাই তা মনে করে। কিন্তু জনগণকে বুঝিয়ে দিতে হবে যে, সব ঠিক নয়। সব ঠিকভাবে চলছে না। জনগণের দায়িত্ব রয়েছে সরকারকে এসব ব্যাপারে জানিয়ে দেওয়া। জনগণ দেশের মালিক। তিনি বলেন, জনগণকে তার মালিকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তাহলেই বিজয় নিশ্চিত। নব্বইয়ের আন্দোলনে স্বৈরাচার সরকার আশা করেছিল আরও ১৫ বছর তারা ক্ষমতায় থাকবে। সে সময় অনেক বিদেশি রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা স্বৈরাচার সরকার আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকবে বলে দাবি করেছিল। কিন্তু তা আর সম্ভব হয়নি। স্বাধীনতার পক্ষের শক্তির ঐক্যেই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার পতন হবে। দলীয় নেতাদের আত্মত্যাগের কথা স্মরণ করে ড. কামাল বলেন, জনগণ কখনই তাদের অবদান ভুলবে না। তিনি বলেন, সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করতেই তার দলের নেতারা সব সময় চেয়েছেন। তিনি বলেন, এ ধরনের আপসহীন নেতা-কর্মীদের ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তিনি বলেন, সুস্থ রাজনীতির প্রতিষ্ঠা করা প্রত্যেক মানুষের কর্তব্য। তিনি বলেন, সুস্থ রাজনীতি ছিল বলেই দেশ স্বাধীন হয়েছে, ভাষা আন্দোলন সফল হয়েছে। সভা পরিচালনা করেন গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যুগ্ম সম্পাদক শফিক উল্লাহ, সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মহানগর সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, ডা. রওশন হাকিমের কন্যা ডা. তাসমিনা হাকিম, ফজলুল কবির কাউসারের স্ত্রী অধ্যাপিকা নাসরিন খানম ও আবুল হাসনাতের ছেলে আনান হাসনাত প্রমুখ।

সর্বশেষ খবর