সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কারাবাস দীর্ঘ না স্বল্প জানে আদালত

নিজস্ব প্রতিবেদক

কারাবাস দীর্ঘ না স্বল্প জানে আদালত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ না স্বল্প তা জানে আদালত। এটি সরকার বা আওয়ামী লীগের বিষয় নয়। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দিয়েছিল। আর আদালত স্বাধীনভাবে তার বিচার করছে। এখানে আমাদের করার কী আছে।’ তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কেউ বাধা দিচ্ছে না। তবে রাস্তা বন্ধ এবং জনগণের দুর্ভোগ সৃষ্টি করে সভা-সমাবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক। তিনি বলেন, পুলিশের ভ্যান থেকে আসামি ছিনিয়ে নেওয়ার নাম কি বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি? তাদের শান্তিপূর্ণ কর্মসূচি মানে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে সারা দেশে তাণ্ডব চালানো; ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালানো। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য বিএনপি ১৯ বার হামলা করেছে। আর খালেদা জিয়াকে হত্যার জন্য তার ওপর একটি হামলা হয়েছে এমন নজির বাংলাদেশে নেই। যুদ্ধাপরাধীদের আশ্রয় দানকারী দল বিএনপির প্রধানই বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছিলেন। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এটিই পার্থক্য। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। বারবার ষড়যন্ত্র করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ জনগণের দল সে কারণে এ দলকে কেউ দমিয়ে রাখতে পারেনি। সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটিতে নবীন ও প্রবীণের সমন্বয় ঘটেছে। আওয়ামী লীগের টার্গেট আগামী নির্বাচন। তাই এখন থেকেই কাজ করতে হবে। উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপকমিটির সদস্য ইমরান আহমেদ চৌধুরী, একাব্বর হোসেন এমপি, নুরজাহান বেগম এমপি প্রমুখ।

সর্বশেষ খবর