সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আরও ক্ষমতাধর জিন পিং

আরও ক্ষমতাধর জিন পিং

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং শিগগিরই আরও ক্ষমতাধর রূপে আবির্ভূত হচ্ছেন। এ লক্ষ্যে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিসিপি) চীনের সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব পার্লামেন্টে পাস হলে টানা তিন মেয়াদে বা অনির্দিষ্টকাল ধরে ক্ষমতায় থাকতে পারবেন প্রেসিডেন্ট শি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ায় প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে সিএনএন গতকাল এ খবর দিয়েছে। খবরে বলা হয়, চীনের কোনো প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট টানা দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না এ সংক্রান্ত সংবিধানের ধারাটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। দেশটির ক্ষমতাসীন পার্টির কেন্দ্রীয় কমিটি আজ বৈঠকে বসবে। সেই বৈঠকইে প্রস্তাবটি করা হবে। আর আগামী ৫ মার্চ দেশটির পার্লামেন্ট বা ন্যাশনাল পিপলস কংগ্রেসের পূর্ণ অধিবেশন শুরু হবে। সেখানে অনুমোদন পেলেই দেশটির বর্তমান প্রেসিডেন্ট শি ন্যূনতম তিন মেয়াদ বা অনির্দিষ্টকাল রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতায় থাকতে পারবেন। অথচ ২০ বছর ধরে দেশটিতে সংবিধানের ওই ধারার কোনো ব্যত্যয় ঘটেনি। শির দুই উত্তরসূরির প্রত্যেকে সংবিধান অনুযায়ী টানা দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন। তাই সংবিধানে সংশোধনী আনার যে পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন সিসিপি একে প্রেসিডেন্ট শির রাষ্ট্রপ্রধান ও দলের শীর্ষ পদে ক্ষমতা বজায় রাখার সুপরিকল্পিত প্রচেষ্টা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, ২০০৪ সালের পর প্রথমবারের মতো চীনের সংবিধানে পরিবর্তন আনার পরিকল্পনার কথা গত বছরের ডিসেম্বরেই ঘোষণা করেছিল ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। এরপর জানুয়ারিতে দলীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী শাখা পলিটব্যুরো প্রেসিডেন্ট শির দর্শন দেশটির সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়। এতে মার্কসবাদ-লেনিনবাদ এবং চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের মতবাদের পাশাপাশি শির দর্শনও চীনের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পরিণত হয়। নিজের দর্শন সংবিধানে অন্তর্ভুক্তির মাধ্যমে মাও সেতুংয়ের পর প্রেসিডেন্ট শি দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতায় পরিণত হন। সিএনএন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর