শিরোনাম
বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আগে সহাবস্থান চাই

—নাজমুল হাসান, সহসভাপতি, ছাত্রদল

আগে সহাবস্থান চাই

ডাকসু নির্বাচনকে আমরা সব সময়ই স্বাগত জানাই। কিন্তু নির্বাচনের আগে সব সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে। আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা হলেও ছাত্রদের ভোট আমাদের সঙ্গে আছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। তারা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর অভিভাবক। শুধু সরকারদলীয় ছাত্র সংগঠনের অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হলে হবে না; আমরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলেও ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালায়। ক্যাম্পাসে যদি প্রবেশাধিকারই না পাই তাহলে নির্বাচনী প্রস্তুতি আমরা কীভাবে নেব। তাই সবার সহাবস্থান নিশ্চিত না হলে ডাকসু নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নাজমুল হাসান আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম ডাকসু। এখানে কোনো সংগঠনকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে সমান সুযোগ দিতে হবে। আমরা নির্বাচনের জন্য সব সময়ই প্রস্তুত ছিলাম। কারও তাঁবেদারি নয়, সহাবস্থানমূলক নির্বাচন হবে এটাই আমাদের প্রত্যাশা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর