বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

তফসিল হলেই প্রস্তুতি

—জি এম জিলানী শুভ, সভাপতি, ছাত্র ইউনিয়ন

তফসিল হলেই প্রস্তুতি

ডাকসু নির্বাচন নিয়ে আদালত থেকে নির্ধারিত সময় বেঁধে দেওয়ার এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানিয়েছি। ডাকসু নিয়ে আর গড়িমসি মেনে নেওয়া হবে না। নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হলেই আমরা প্রস্তুতি শুরু করব। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আন্দোলন আলোর মুখ দেখবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি জি এম জিলানী শুভ। তিনি আরও বলেন, ডাকসু শিক্ষার্থীদের অধিকার। অথচ বার বার গড়িমসি করে পেছানো হয়েছে নির্বাচন। নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হবে বা ক্যাম্পাস উত্তপ্ত হবে এসব কথা রটানো হয় নির্বাচন বিলম্বিত করতে। বরং ডাকসু নির্বাচন না হলেই ক্যাম্পাস অস্থিতিশীল হবে। ছাত্র ইউনিয়নের সভাপতি আরও বলেন, এর আগে দফায় দফায় শিক্ষার্থীদের এই অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের নেতা নিজেরা নির্বাচন করবে। ছাত্রদের অধিকার আদায়ে ভরসার জায়গা ডাকসু।

আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতের আদেশ মেনে নিয়ে নির্ধারিত সময়ে নির্বাচন দেবে। এর অন্যথা হলে বা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর