বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

খালেদার মুক্তিতে ট্রাম্পের হস্তক্ষেপ কামনা বিএনপির

প্রতিদিন ডেস্ক

খালেদা জিয়ার মুক্তি দাবিতে হোয়াইট হাউস এবং মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপ কামনায় সোমবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা। একই দিন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও মানববন্ধন শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। খবর এনআরবি নিউজের।

এ কর্মসূচি থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‘মামলাসমূহকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ অভিহিত করে সেগুলো অবিলম্বে প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারকে বাধ্য করতে প্রেসিডেন্ট ট্রাম্পসহ নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়। ‘সামনের জাতীয় নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করার পথ সুগম করতে বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিকল্প নেই’ বলে অভিমত পোষণ করেন নেতারা। এ কর্মসূচিতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের মধ্যে ছিলেন শরাফত হোসেন বাবু, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, জিল্লুর রহমান জিল্লু, মোহাম্মদ বশির, আব্বাস উদ্দিন দুলাল, জসিম উদ্দিন ভূইয়া, মিজানুর রহমান ভূইয়া মিল্টন, কাজী আজম, গোলাম ফারুক শাহীন, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আজাদ বাকির, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, পারভেজ সাজ্জাদ, মার্শাল মুরাদ, একে এম রফিকুল ইসলাম ডালিম, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান সেলিম রেজা, রুহুল আমিন নাসির, আবদুস সবুর, এবাদ চৌধুরী, মো. সবুজ, হাফিজ খান সোহায়েল, নিয়াজ আহমেদ জুয়েল, ফারুক হোসেন মজুমদার, জাফর তালুকদার, আবুল বাসার, মাওলানা আবুল কালাম আজাদ, এস এম ফেরদৌস, ফিরোজ আহমেদ প্রমুখ। উল্লেখ্য যে, খালেদা জিয়াকে দণ্ড প্রদানের পর হোয়াইট হাউসের সামনে বিএনপির এটি দ্বিতীয় কর্মসূচি।

সর্বশেষ খবর