বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আপিলের রায়েও সাজা বহাল থাকবে

নিজস্ব প্রতিবেদক

আপিলের রায়েও সাজা বহাল থাকবে

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলের রায়েও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, এই যে এতিমদের টাকা আত্মসাৎ হয়ে গেছে, এ কথা বললেই খালেদা জিয়ার আইনজীবীরা  রেগে যান। এটা তো এক বড় ব্যর্থতা। আইনজীবীদের সাধারণ চিন্তাচেতনা নিয়ে মক্কেলের পক্ষে কাজ করতে হবে। সেখানে আবেগতাড়িত হলে চলবে না। নিম্ন  আদালত যে রায় দিয়েছে আপিলে তা বহাল থাকবে বলে আমার বিশ্বাস। গতকাল নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের এ কথা বলেন। জামিন শুনানিতে অনেক আইনজীবী থাকায় তাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, অনেক আইনজীবী থাকলে  কো-অপারেশনের অভাব হয় এবং এটাই আমি লক্ষ্য করেছি। তিনি আরও বলেন, খালেদা জিয়ার আইনজীবীদের ব্যর্থতার দায় আমাদের ওপর চাপানো হচ্ছে। আমাদের খামোখা দোষী করা হচ্ছে। এটা দুঃখজনক। এই মামলায় নিম্ন আদালতের নথি কখন আসবে না আসবে এ ব্যাপারে তো আমরা কিছুই জানি না। এটা আদালতের বিষয়। এ ব্যাপারে আমাদের দোষ দিয়ে  কোনো লাভ নেই। তিনি বলেন, ‘সাজা হওয়ার সঙ্গে সঙ্গে জামিন পেয়ে যাবেন এটা কল্পনা করা ঠিক নয়। ওনারা আদালতের কাছে এসেছেন, আদালত যখন মনে করে জামিন দেবে। তাদের বক্তব্য তারা পেশ করেছেন। আমাদের বক্তব্য আমরা পেশ করি। আমি আশ্চর্য হয়ে গেলাম তারা নিজেদের ব্যর্থতা আমাদের ওপর কেন চাপিয়ে দিচ্ছেন। এটা আইনমন্ত্রীও বলেছেন। যত রকম ভুল তার (খালেদা জিয়া) আইনজীবীরা করছেন, তার জন্য আমাদের দায়ী করা চলে না’।

সর্বশেষ খবর