শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভিয়েতনাম প্রেসিডেন্ট আসছেন রবিবার যাবেন না ক্যাম্পে

জুলকার নাইন

ভিয়েতনাম প্রেসিডেন্ট আসছেন রবিবার যাবেন না ক্যাম্পে

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং আগামীকাল (রবিবার) তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। ঢাকা-হ্যানয় বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উত্সাহিত করার লক্ষ্য নিয়ে ঢাকা সফরে আসছেন আসিয়ান   দেশটির প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের আগস্ট ও সেপ্টেম্বরে ভিয়েতনাম সফর করেছিলেন। তখনই তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়। এখন ফিরতি সফরে প্রেসিডেন্ট কুয়াংকে স্বাগত জানাতে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। সূত্র মতে, মিয়ানমারকে জোর সমর্থন দেওয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট আসিয়ানের অন্যতম সদস্য রাষ্ট্র ভিয়েতনাম। এ কারণে বিশেষ কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে ভিয়েতনামের প্রেসিডেন্টকে বাংলাদেশে সফরের সময় কক্সবাজারে রোহিঙ্গাদের দুর্দশা দেখতে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ঢাকার পক্ষ থেকে। কারণ আসিয়ান রাষ্ট্র ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো পর ভিয়েতনামের প্রেসিডেন্টের রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিতি আঞ্চলিক কূটনীতিতেও মিয়ানমারকে বড় চাপে ফেলতে পারত। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে মিয়ানমারের পক্ষে ভোট দেওয়া হাতেগোনা দেশগুলোর অন্যতম ভিয়েতনাম। কিন্তু সফরের প্রস্তুতির শুরু থেকেই তা কৌশলে এড়িয়ে যায় ভিয়েতনামের কর্মকর্তারা। শেষ পর্যন্ত চূড়ান্ত হওয়া কর্মসূচিতেও তাই স্থান পায়নি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। তবে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার উদাহরণ তৈরি করেছে তার প্রশংসা আসতে পারে ভিয়েতনামের প্রেসিডেন্টের কাছ থেকে।  সেটাও মিয়ানমারের জন্য প্রচ্ছন্ন কূটনৈতিক চাপ তৈরি করবে। চূড়ান্ত সফরসূচি অনুসারে, রাষ্ট্রপতি হামিদ কাল বিকাল ৪টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ভিয়েতনামের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন। বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট কুয়াং যাবেন হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে, তিনি সেখানেই থাকবেন। এদিন বিকাল সাড়ে ৫টায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তার সঙ্গে হোটেলে সাক্ষাৎ করবেন। প্রেসিডেন্ট কুয়াং সোমবার সকাল ৮টার দিকে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করবেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাড়ে ৯টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন। একইদিন সকাল ১০টায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন। বৈঠকে কয়েকটি সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। পরে যৌথ সংবাদ সম্মেলন করবেন দুই নেতা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হোটেলে ফিরলে বেলা আড়াইটায়  সেখানে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বিকাল ৩টায় এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিকাল ৩টা ৪০ মিনিটে জাতীয় সংসদ কমপ্লেক্স পরিদর্শনে যাবেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। সেখানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সঙ্গে একটি বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় ভিয়েতনামের প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তার সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সফরের তৃতীয় ও শেষ দিনে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রধান ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তিনি ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠক এবং ‘ভিয়েতনাম কালচারাল ডেজ ইন বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুরের পরপরই প্রেসিডেন্ট কুয়াং ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বিমানবন্দরে ভিভিআইপি এ অতিথিকে বিদায় জানাবেন।

সর্বশেষ খবর