শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শাহজালালে ইমিগ্রেশন অবস্থার উন্নতি কাস্টমসে অবনতি

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে  ইমিগ্রেশন হয়রানি কমেছে। দ্রুত সময়ে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার রেকর্ড তৈরি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। লাগেজ আসার ক্ষেত্রেও সময়সীমা আগের চেয়ে কম লাগছে বলে জানিয়েছেন যাত্রীরা। অন্যদিকে কাস্টমসের হয়রানি নিয়ে ক্ষোভ অসন্তোষ বেড়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বিকালে কাতার এয়ারওয়েজে আসা যাত্রীরা অভিযোগ করেন— কর্তব্যরত কাস্টমস কর্মকর্তার আচরণ ছিল মারমুখী ও হয়রানিমূলক। তিনি বিদেশি যাত্রীদের সঙ্গেও চরম খারাপ ব্যবহার করেন। কাস্টমস হল অতিক্রম করার পর দৌড়ে গিয়ে যাত্রীদের আবার ফেরত আনা এবং চরম খারাপ ব্যবহারের অভিযোগ এই কর্মকর্তার বিরুদ্ধে। এ সময় জেট এয়ারওয়েজে ভারত থেকে আসা এক যাত্রী অভিযোগ করেন, তিনি নিজেকে ভারতীয় নাগরিক পরিচয় দেওয়ার পর এই কর্মকর্তা খুব বাজে ব্যবহার করে বললেন, ভারত সর্বনাশ করছে বাংলাদেশের। তোমাকে আরও বেশি তল্লাশি করে শোধ নিতে হবে। এ সময় যাত্রীদের সঙ্গে তার ব্যবহার দেখে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

সর্বশেষ খবর