মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দৃষ্টি শ্রীলঙ্কায়, আজ শুরু নিদাহাস ট্রফি

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কায় আজ থেকে শুরু হচ্ছে নিদাহাস টি-২০ ট্রফি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। এই টুর্নামেন্টের তৃতীয় দলটি হচ্ছে বাংলাদেশ। প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলা সুযোগ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৮ মার্চ ফাইনালে মুখোমুখি হবে। নিদাহাস ট্রফিতে অংশ নিতে ভারত দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কার মাটিতে পা রেখেছে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি নেই দলে। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কোহলির পরিবর্তে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ সিং ধোনি, ভুবনেশ্বর কুমার, এমনকি অশ্বিনের মতো তারকাও দলে নেই। তবে দলে যারা সুযোগ পেয়েছেন তারাও ভয়ঙ্কর। তাই লঙ্কানদের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। তা ছাড়া স্বাগতিকদের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজও ইনজুরির কারণে খেলতে পারছেন না এই ট্রফিতে। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন দিনেশ চন্ডিমাল। তবে লঙ্কানদের বড় ভরসা কোচ চন্ডিকা হাতুরাসিংহে। প্রথম অ্যাসাইমেন্টেই যিনি বাজিমাত করে দিয়েছেন। বাংলাদেশে এসে তিন ফরম্যাটেই সিরিজ জিতেছেন। ঘরের মাঠে নিজেকে প্রদর্শন করার অপেক্ষায় রয়েছেন এই লঙ্কান। নিদাহাস ট্রফিকে যে ভারত হালকাভাবে নিয়েছে এমন নয়। তারা বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রামে দিয়েছেন সত্য। কিন্তু কোচ রবি শাস্ত্রী জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের শক্তিটাও পরখ করে নিতে চাচ্ছেন। কারণ এটা একটা বড় সুযোগ। আর এই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে ভারত। তরুণ ক্রিকেটাররাও নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য উন্মুখ হয়ে আছেন।

সর্বশেষ খবর