মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

যুগোপযোগী করা হচ্ছে মাদক আইন

নিজস্ব প্রতিবেদক

যুগোপযোগী করা হচ্ছে মাদক আইন

আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনকে আরও যুগোপযোগী করা হচ্ছে। ইতিমধ্যে ওই আইনের খসড়া তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেছেন, শিগগিরই সংশ্লিষ্ট সভার মতামত নিয়ে আইনটি তৈরি করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। গতকাল বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইন না হওয়া এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাঠামো পুনর্গঠন না হওয়া পর্যন্ত বিদ্যমান জনবলের সঙ্গে দেশের প্রতিটি জেলায় ১০ জন করে আনসার সদস্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাজে নিয়োজিত থাকবে। তিনি বলেন, ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পুনর্গঠনের কাজ চলছে। খুব শিগগিরই পুনর্গঠনের কাজ শেষ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণের জন্য সারা দেশের স্কুল-কলেজগুলোতে যে মাদকবিরোধী প্রচারণা কার্যক্রম চলছে সেটি অব্যাহত থাকবে। দেশের মসজিদগুলোতেও একইভাবে জুমার নামাজের খুতবায় মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য প্রচারও অব্যাহত থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক নিরাময় কেন্দ্রগুলো আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। এগুলোতে চিকিৎসক ও সেবার মান বাড়ানো হবে। বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী যুবকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, হামলাকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এখন চেষ্টা চলছে এই হামলার নেপথ্যে কারা জড়িত, কাদের নির্দেশে ওই যুবক হামলা চালিয়েছিল এবং আর কারা কারা তার সঙ্গে জড়িত ছিল সেটিও খোঁজ করা হচ্ছে।

সর্বশেষ খবর