শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

ভারতের কাছে হারের পর মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের মুখাবয়বে বিপর্যয়ের ছাপ ফুটে উঠেছিল পরিষ্কারভাবে। ওঠাই স্বাভাবিক। ১২০ বলের ইনিংসের প্রায় অর্ধেক, ৫৭ বলই ছিল ডট। সেই ধাক্কা সামলে উঠতে পারেনি বাংলাদেশ। সাকল্যে ১৩৯ রানের স্কোর নিয়ে লড়াইয়ের ধারেকাছেও ভিড়তে পারেনি। ৮ বল বাকি থাকতেই হেরে যায় ৬ উইকেটে। নিদাহাস টি-২০ টুর্নামেন্টে টাইগারদের শুরু হারে। অথচ দেশ ছাড়ার আগে ঘুরে দাঁড়ানোর পাইপলাইনে ওঠাই ছিল ক্রিকেটারদের টার্গেট। সেই টার্গেটেই আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন মাহমুদুল্লাহরা। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে দলটির বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স যাচ্ছেতাই। মাসখানেক আগে ঘরের মাঠে  টি-২০ সিরিজের দুই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। সেই বিবেচনায় এবং স্বাগতিকতার সুযোগে সুবিধাজনক অবস্থানে স্বাগতিক দল। চন্ডিকা হাতুরাসিংহে সরে দাঁড়ানোর পর অভিভাবকশূন্য হয়ে পড়ে বাংলাদেশ। কোচিংয়ের দায়িত্ব ছেড়ে হাতুরাসিংহে হয়েছেন ভিলেন। ঢাকায় দল নিয়ে আসার পর খুব ভালো অভ্যর্থনা পাননি তিনি। কিন্তু দেশে ফিরে গিয়েছিলেন তিন জাতির টুর্নামেন্ট, টেস্ট ও টি-২০ সিরিজ জিতে। নিদাহাস ট্রফিতেও প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছে তার দল শ্রীলঙ্কা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে হলে আজ জিততেই হবে। এজন্য ২০ ওভারের ম্যাচে কমসংখ্যক বল ডট করতে হবে এবং রানের খাতা সচল রাখতে হবে। ভারতের কাছে হেরে এমনটাই বলেছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ, ‘রানের খাতা সচল রাখা জরুরি। আমরা অনেক বেশি ডট বল দিয়েছি। সাফল্য পেতে হলে ডট বল দেওয়া যাবে না।’ গত বছর শ্রীলঙ্কা সফরে টি-২০ সিরিজটি ড্র করেছিল বাংলাদেশ। প্রথমটি হারলেও জিতেছিল দ্বিতীয ম্যাচ। ওই ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই আজ খেলতে নামবে মাহমুদুল্লাহ বাহিনী। তবে পরিসংখ্যানের বিচারে এগিয়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। পরস্পরের মুখোমুখি নয় ম্যাচের সাতটিতে জিতেছে শ্রীলঙ্কা ও দুটি বাংলাদেশ। পরিসংখ্যান যাই হোক, সাফল্যের পাইপলাইনে উঠে আসতে জয়ের বিকল্প কোনো পথ নেই বাংলাদেশের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর