সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সত্যতা মিলেছে রাজপথে যৌন হয়রানির

নিজস্ব প্রতিবেদক

সিসিটিভি ফুটেজ ও ঘটনাস্থলের দোকানদারদের ভাষ্যে রাজধানীর বাংলামোটর এলাকায় কলেজছাত্রীকে যৌন হয়রানি করার প্রমাণ মিলেছে। পুলিশ বলছে, ইতিমধ্যে এ ঘটনায় জড়িত আট যুবককে শনাক্ত করা হয়েছে।

তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাস্থলের  আশপাশের ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করা হয়েছে। ওই এলাকার দোকানদারদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের কথাতেও ছাত্রীর অভিযোগের বিষয়ে সত্যতা মিলেছে। ঘটনাটি তদন্তে কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা। সংগ্রহ করা ভিডিও ফুটেজে ওই ছাত্রীর অভিযোগের মিল পাওয়া যায়। মেয়েটিকে যে ট্রাফিক পুলিশ রক্ষা করেছিলেন, তাকেও বের করার নানা চেষ্টা চলে। ভিডিও ফুটেজে ঘটনার সময়ের চিত্রে লাল দাড়িওয়ালা একজনকে দেখতে পাওয়া যায়। ফুটেজ থেকে ছবি সংরক্ষণ করে ঈসা মিয়া (৫০) নামে ওই ট্রাফিককে খুঁজে বের করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে পুলিশ কর্মকর্তাদের জানান। তাকে দেখে হয়রানির শিকার মেয়েটি চিনতে পারেন কি না, এর জন্য মুখোমুখি করার চেষ্টা করা হলেও ওই কলেজছাত্রীর খোঁজ পাওয়া যায়নি বলে জানান ঢাকা মহানগর ট্রাফিক দক্ষিণ বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মো. এলিন চৌধুরী। ৭ মার্চ জনসভায় যোগ দেওয়া এক মিছিলের যুবকদের দ্বারা যৌন হয়রানির শিকার হন বলে ফেসবুক পোস্টে অভিযোগ করেন এক কলেজছাত্রী। পরদিন বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে রমনা থানায় মামলা করেন তার বাবা। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার এ প্রতিবেদককে বলেন, ‘আমরা ওই বিষয়ে আর কিছু জানি না। মামলাটির তদন্তকাজ ডিবি দক্ষিণে চলে গেছে।’ এদিকে গতকাল রাজধানীর এক অনুষ্ঠানে যৌন হয়রানির ঘটনার সত্যতার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, ‘ঘটনার দিন ওই মেয়েটির ওড়না ধরে টানাটানির ঘটনা সত্য। ভিডিও ফুটেজে এর প্রমাণ মিলেছে। পুলিশ ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছে। সেদিন সমাবেশে নারী-পুরুষের ঢল নেমেছিল। কারা, কোন উদ্দেশ্যে এ কাজ করল সেটি এখন বের করতে হবে।’ সম্প্রতি প্রেস ক্লাবসহ বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে বিএনপির এমন কাউকে গ্রেফতার করা হয়নি। যারা বিভিন্ন সময় জ্বালাও-পোড়াও করেছে, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে।

মামলা না থাকলে কাউকে শুধু শুধু গ্রেফতার করছে না পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর