সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানে নওয়াজ শরিফের গায়ে জুতা নিক্ষেপ

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের আজীবন নেতা নওয়াজ শরিফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়েছে। গতকাল লাহোরে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার লক্ষ্যে তার মঞ্চে ওঠামাত্রই এ ঘটনা ঘটে। তবে জুতার আঘাত থেকে অল্পের জন্য বেঁচে গেছেন সাবেক এ প্রধানমন্ত্রী। এ ঘটনার মাত্র একদিন আগে শিয়ালকোটে পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের ওপর কালি ছুড়ে মারা হয়েছিল। তারও দিনকয়েক আগে পিএমএল-এনের আরেক নেতা আহসান ইকবালকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়েছিল। ডন নিউজ টিভির এক প্রতিবেদনে বলা হয়, মুফতি মোহাম্মদ হোসেইন নাঈমির মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাহোরের জামিয়া নাঈমিয়াতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে যোগ দিতে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ সেখানে পৌঁছে মঞ্চে আসন গ্রহণ করেন। পরে বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চের ডায়াসের কাছে যাওয়ামাত্রই অনুষ্ঠানস্থলে দর্শক সারির মধ্যে থাকা কেউ একজন তার দিকে একটি জুতা ছুড়ে মারেন। এ ঘটনায় নওয়াজ মর্মাহত হলেও বক্তৃতা রাখেন তিনি। তবে বক্তৃতা সংক্ষেপ করে কেবল অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেন তিনি। এদিকে, জুতা নিক্ষেপকারীকে ঘটনার পরপরই ধরে গণধোলাই দিয়েছে উপস্থিত জনতা। তবে হামলাকারীর পরিচয় পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকেরা ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে। অপরদিকে, ক্ষমতাসীন দলের অনেক নেতৃবৃন্দ ছাড়াও প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান ও খোদ দলটি পৃথকভাবে নওয়াজের ওপর জুতা নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়েছে। টুইটারে দলটির এক বার্তায় বলা হয়, এটা দুঃখজনক যে, ক্ষমতাসীন পিএমএল-এনের নীতি দলটির বিরুদ্ধে দেশটির জনগণকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে, ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে তারা দলটির নেতাদের লক্ষ্য করে জুতা নিক্ষেপ করার মতো কৌশল অবলম্বন করছে। ডন অনলাইন।

সর্বশেষ খবর