মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিশ্ব মিডিয়ায় দুর্ঘটনা

প্রতিদিন ডেস্ক

নেপালে ইউএস বাংলা উড়োজাহাজের দুর্ঘটনার খবরটি বিশ্বের সব গণমাধ্যমই গুরুত্বসহকারে ছাপে। বেশিরভাগ অনলাইন মিডিয়ার প্রধান খবর ছিল ওই দুর্ঘটনা। সংবাদ মাধ্যমগুলো দুর্ঘটনার একাধিক ছবিও প্রকাশ করে। কোনো কোনো গণমাধ্যম একাধিক সংবাদ প্রকাশ করে। এর মধ্যে প্রত্যক্ষদর্শীর বক্তব্যসহ বিগত বড় বড় দুর্ঘটনার ফলোআপও প্রকাশ করে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স তাদের শিরোনাম করে : নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্ত, কমপক্ষে ৫০ জন নিহত। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির শিরোনাম ছিল : কাঠমান্ডু বিমানবন্দরে দুর্ঘটনা : ইউএস বাংলার উড়োজাহাজ দিক ভুল করে রানওয়ে থেকে ছিটতে কমপক্ষে ৪০ জন নিহত। প্রায় একই রকম শিরোনাম দিয়ে কাতারভিত্তিক আল জাজিরার প্রধান শিরোনাম ছিল : কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় বহু নিহত। দ্য গার্ডিয়ানের শিরোনাম ছিল : ৭১ জন আরোহী নিয়ে কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত। দ্য ইনডিপেনডেন্ট পত্রিকাও দুর্ঘটনার খবর শিরোনাম করে, তবে তাদের শিরোনামে আরোহীর সংখ্যা ৬৭ উল্লেখ করা হয়। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর মধ্যে ওয়াল স্ট্রিট জার্নাল ছবিসহ শিরোনাম করে : নেপালে বিমান বিধ্বস্ত হয়ে ৫০ জনের বেশি নিহত হওয়ার আশঙ্কা। ভারতের অন্যতম বড় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রধান শিরোনাম ছিল : কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ৫০ জনের বেশি নিহত হওয়ার আশঙ্কা। আনন্দবাজার পত্রিকা দীর্ঘক্ষণ প্রধান শিরোনাম করে রাখে দুর্ঘটনার খবরটি। তারা শিরোনাম করে : নেপালে বিধ্বস্ত বাংলাদেশি বিমান, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা। তারা দুর্ঘটনার কারণ হিসেবে বলে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগেই বিমানটি ‘অনিয়ন্ত্রিত’ হয়ে পড়ে। দেশটির এনডিটিভি শিরোনাম করে : নেপাল এয়ার পোর্টে বাংলাদেশি বিমান দুর্ঘটনায় ৫০ জন নিহত। দ্য হিন্দুস্তান টাইমসের শিরোনাম ছিল : কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত, ৫০ জন নিহত হওয়ার আশঙ্কা। পাকিস্তানের ডন দুর্ঘটনার খবরটি গুরুত্বসহকারে ছাপে। তারা শিরোনাম করে : কাঠমান্ডু বিমানবন্দরের কাছে বাংলাদেশি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪০ জন নিহত। ভারতের দ্য হিন্দুর শিরোনাম ছিল, কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত। দ্য ডেইলি টেলিগ্রাফ শিরোনাম করে : কাঠমান্ডু বিমানবন্দরে বিমান বিধ্বস্ত। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত দ্য সিডনি মর্নিং হেরল্ড শিরোনাম করে কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলোও বড় করে দুর্ঘটনার সংবাদটি প্রচার করে। এর মধ্যে দ্য গালফ নিউজের শিরোনাম ছিল কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের পর যাত্রীবাহী বিমান বিধ্বস্ত। আর নেপালের স্থানীয় সংবাদগুলো কিছুক্ষণ পর পর ঘটনার আপডেট প্রচার করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর