মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মনিটর

নিজস্ব প্রতিবেদক

সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মনিটর

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীবাহী বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলি। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন, এ দুর্ঘটনার বিষয়টি তিনি মনিটরিং করছেন। রাষ্ট্রীয় সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল স্থানীয় সময় (সিঙ্গাপুর) ৭:৫০টায় নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। প্রধানমন্ত্রী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। খাদগা প্রসাদ শর্মা অলি জানান, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিভুবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে তিনি সাহায্যকারী দল নেপালে পাঠাবেন। তিনি আরও বলেন, প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার বাংলাদেশ তা করবে। বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ ছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন, সিঙ্গাপুরে সফররত প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। এদিকে, এ ঘটনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সর্বশেষ খবর