বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভারত জয়ের মিশন আজ

ক্রীড়া প্রতিবেদক

দুই বছর আগের টি-২০ বিশ্বকাপের বেঙ্গালুরু ম্যাচ এখনো জাগরুক। শেষ ৩ বলে ২ রান নিতে না পেরে হেরে গিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর বাংলাদেশ ও ভারত ফের মুখোমুখি হয় কলম্বোয় নিদাহাস টি-২০ টুর্নামেন্টে। বেঙ্গালুরুতে হারের প্রতিশোধ নিতে পারেনি টাইগাররা। বরং ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরে যায়। খেসারত গুনে ৫৭টি ডট বল দিয়ে। ভারতের কাছে হারের ধাক্কা সামলে নেয় মাহমুদুল্লাহ বাহিনী শ্রীলঙ্কা ম্যাচে। শুধু সামলে নেওয়া নয়, রেকর্ড গড়ে ম্যাচ জিতে নেয়। স্বাগতিক শ্রীলঙ্কার ২১৫ রান তাড়া করে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। ওই জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ মুখোমুখি হচ্ছে ভারতের। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় বেঙ্গালুরুর প্রতিশোধ নেওয়া হয়নি মাহমুদুল্লাহদের। আজ হাতছানি দিচ্ছে সেই সুযোগের। নিদাহাস টুর্নামেন্টের ফাইনাল খেলার স্বপ্ন টিকিয়ে রাখার পাশাপাশি ভারতকে হারানোর প্রতিশোধ নেওয়ার ম্যাচও আজ। তবে তিন ম্যাচে টানা দুই জয়ে ভারত কিছুটা সুবিধাজনক অবস্থানে এখন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরেছিল ভারত। পরের দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে খেলার অবস্থান তৈরি করে নিয়েছেন রোহিত শর্মারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর