শিরোনাম
বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

টিলারসনকে বরখাস্ত করলেন ট্রাম্প

টিলারসনকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতানৈক্য বা তার রোষানলে পড়ে এখন পর্যন্ত তার প্রশাসনের অন্তত ১৯ কর্মকর্তা বরখাস্ত হয়েছেন বা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে দীর্ঘদিন ধরে টিলারসনের সঙ্গে ট্রাম্পের মতবিরোধ চলছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এ বিরোধে পররাষ্ট্রমন্ত্রীরও যে কোনো  মুহূর্তে বিদায় ঘটতে পারে বলে এসব খবরে আভাস দেওয়া হচ্ছিল। শেষমেশ তাই হলো। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল রেক্স টিলারসনকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছেন। সেই সঙ্গে তার জায়গায় নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সিআইএ’র বিদায়ী পরিচালক মাইক পম্পেওকে। আর পম্পেওর পদে নিয়োগ দিয়েছেন জিনা হাসপেল নামে এক নারীকে। হাসপেলের মনোনয়ন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলে তিনিই হবেন সিআইএ’র প্রধান পদে প্রথম কোনো নারী। টিলারসনকে বরখাস্ত করেই প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে নতুন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও তার নতুন দায়িত্ব চমৎকারভাবে পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের সময় এক বছরের কিছু বেশি হয়েছে। এর মাঝে তার প্রশাসনের অন্তত ১৯ জন কর্মকর্তাকে বিদায় নিতে হয়েছে বা বরখাস্ত হয়েছেন।

বিবিসি, সিএনএন।

সর্বশেষ খবর