বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এখনো ফাইনালের টার্গেটে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষেও ছিলেন দুরন্ত। খেলেছিলেন ম্যাচজয়ী ইনিংস। ভারতের বিপক্ষেও ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। মুশফিকুর রহিম আগের ম্যাচের মতো কালও অপরাজিত ছিলেন ৭২ রানে। মুশফিকের দৃঢ়তায় আগের ম্যাচ জিতলেও গতকাল আর পারেনি। হেরে যায়  ১৭ রানে। বাংলাদেশকে হারিয়ে সবার আগে নিদাহাস টি-২০ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে রোহিত শর্মার ভারত। হেরে গেলেও ফাইনালের স্বপ্ন টিকে আছে। এজন্য আগামীকাল অলিখিত সেমিফাইনালে হারাতে হবে স্বাগতিক শ্রীলঙ্কাকে। ম্যাচটিতে অবশ্য যে দল জিতবে, তারাই ১৮ মার্চ ফাইনালে ভারতের মুখোমুখি হবে। ভারত প্রথমে ব্যাট করে অধিনায়ক রোহিত শর্মার ৮৯ রানে ভর করে ২০ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান করে। রোহিত ইনিংসটি খেলেন ৬১ বলে ৫ চার ও ৫ ছক্কায়। এছাড়া শেখর ধাওয়ান ৩৫ ও সুরেশ রায়না ৪৭ রান করেন। টাইগারদের সফল বোলার রুবেল হোসেন ২ উইকেট নেন ২৭ রানের খরচে। ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ শেষ বল পর্যন্ত লড়াই করে সংগ্রহ করে ৬ উইকেটে ১৫৯ রান। সাবেক অধিনায়ক মুশফিক একাই লড়াই করে ৫৫ বলে ৮ চার ও এক ছক্কায় অপরাজিত ছিলেন ৭২ রানে। এছাড়া ২৭ রান করে করেন তামিম ইকবাল ও সাব্বির রহমান। ভারতের সফল বোলার ওয়াশিংটন সুন্দর নেন ২২ রানে খরচে ৩ উইকেট।     

সর্বশেষ খবর