বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

হৃদয়ের অন্তঃস্থল থেকে সমবেদনা

হৃদয়ের অন্তঃস্থল থেকে সমবেদনা

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। খবর : এনআরবি নিউজ’র। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে এক শোকবার্তা পাঠিয়ে এ সমবেদনা জানান তিনি। পরে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস ২১১ দুর্ঘটনা কবলিত হওয়ায় আমি খুবই ব্যথিত, মর্মাহত এবং শোকাহত। আমি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সমবেদনা জ্ঞাপন করছি, একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করছি। কংগ্রেসওম্যানের শোক : বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রভাবশালী সদস্য কংগ্রেসওম্যান গ্রেস মেং। —এনআরবি নিউজ।

সর্বশেষ খবর