শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সাকিব ফিরলেন রাজকীয়ভাবে

ক্রীড়া প্রতিবেদক

সাকিব ফিরলেন রাজকীয়ভাবে

উইকেট শিকারের পর গতকাল সাকিব —এএফপি

শুরুতেই স্কোয়াডে ছিলেন। কিন্তু হাতের আঙ্গুলের চোট পুরোপুরি সেরে না ওঠায় নিজ থেকেই সরে দাঁড়ান। সরে দাঁড়ানোয় শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিদাহাস টি-২০ টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি। গতকালের অলিখিত সেমিফাইনালের আগে পুরোপুরি সুস্থ হন এবং ম্যাচের আগের দিন ঢাকা থেকে উড়ে গিয়ে কলম্বোয় দলের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, গতকাল খেলতেও নামেন এবং নেতৃত্ব দেন দলকে। সাকিবের ফেরার ম্যাচে টস জিতে ফিল্ডিং করে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিক শ্রীলঙ্কাকে নিয়ন্ত্রিত বোলিং করে বেঁধে রাখে সাকিব বাহিনী। .......   

সাকিব এর আগেও দলের অধিনায়ক ছিলেন। ২০০৯ সালে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। কিন্তু ২০১১ সালে তার কাছ থেকে কেড়ে নিয়ে তুলে দেওয়া হয় মুশফিকুর রহিমের হাতে। সেই মুশফিকের কাছ থেকেই গত বছর নেতৃত্ব নিয়ে ফিরিয়ে দেওয়া হয় সাকিবকে। কিন্তু দুর্ভাগ্য সাকিবের। দায়িত্ব পেলেও নেতৃত্ব দিতে পারেননি ইনজুরিতে পড়ে। তার জায়গায় ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজে টাইগারদের অধিনায়ক হিসেবে খেলা ম্যাচ পরিচালনা করেন মাহমুদুল্লাহ রিয়াদ। আঙ্গুলের চোট থেকে সুস্থ হয়ে ফিরেই ম্যাচ খেলতে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার। নতুন বলে বোলিংও করেন বাঁ হাতি স্পিনার। নিজের প্রথম ওভারে দেন ৩ রান এবং দ্বিতীয় ওভারে ৬ রান দিয়ে তুলে নেন গুনাথিলাকার উইকেট। সাকিব ফেরায় আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন বাঁ হাতি পেসার আবু হায়দার রনি। এতে করে দলের ব্যাটিং ও বোলিং গভীরতাও বৃদ্ধি পায়। সাকিবের উপস্থিতিতে গোটা দলকেই উজ্জীবিত মনে হয়েছে। প্রথম পাওয়ার-প্লেতে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল মাত্র ৪ উইকেটে ৩৫ রান। সাকিবের উপস্থিতিতে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমানও। দুই ওভারে দুই উইকেট নেন কাটার মাস্টার। প্রথম দুই ওভারে মুস্তাফিজ রান দেন মাত্র ৪ এবং উইকেট নেন ২টি।

সর্বশেষ খবর