শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য দোয়া প্রার্থনা

নেপালে দুর্ঘটনায় হতাহতদের জন্য গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া করা হয়

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় হতাহতদের স্মরণে রাজধানী ঢাকাসহ সারা দেশের মসজিদ, মন্দির, প্যাগোডাসহ সব ধর্মের উপাসনালয়ে বিশেষ দোয়া-প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হয় বিশেষ মোনাজাত। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন সকালে মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে প্রার্থনার আয়োজন করে। রাজধানীর কেন্দ্রীয় গির্জা বলে পরিচিত কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রালেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৫০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জনই বাংলাদেশি। এ ছাড়াও এ ঘটনায় ১০ বাংলাদেশি আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং গত বুধবার সরকারের উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে পরদিন রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর গতকাল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে নেওয়া হয় বিশেষ প্রার্থনার কর্মসূচি। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন। এ সময় মুসল্লিদের ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা সামীম মোহাম্মদ আফজাল, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. মহিউদ্দিন মজুমদারসহ বিপুলসংখ্যক মুসল্লি এ সময় উপস্থিত ছিলেন।

নপালে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গতকাল সকাল সাড়ে ৯টা থেকে ঘণ্টাব্যাপী বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য পংকজ দেবনাথ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জি, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। বাসাবোর ধর্মব্রাজিক বৌদ্ধবিহারে সকাল ১০টায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা হয়েছে। ধর্মব্রাজিক বৌদ্ধবিহারে প্রার্থনা পরিচালনা করেন সংঘরাজ শুদ্ধানন্দ মহাথেরো। এ ছাড়াও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন শিক্ষা ভবন জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে। এসব মসজিদে নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

সর্বশেষ খবর