শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ডিউটির সময় মোবাইল ফোন ব্যবহারে পুলিশকে তিন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফোন ব্যবহারে পুলিশ সদস্যদের প্রতি তিন নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দফতর। সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, কর্তব্যরত অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করলে তা কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য করা হবে।

নির্দেশনা তিনটি হচ্ছে- (ক) নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে জরুরি প্রয়োজন ব্যতিরেকে মোবাইল ফোন ব্যবহার করবেন না। এক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নকালে কোন কোন পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন তার মোবাইল নম্বর নামের পাশে উল্লেখ করতে হবে। (খ) পুলিশ সদস্যরা কর্তব্যরত অবস্থায় সেলফি/ছবি তোলাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকবেন। (গ) দায়িত্ব পালনরত অবস্থায় মোবাইল ফোনে গেমস খেলা, ভিডিও দেখা, গান শোনা, ইউটিউব, ফেসবুক, অনলাইন পত্রিকা/নিউজ পোর্টাল অবলোকন/পাঠ করা থেকে বিরত থাকবেন। নির্দেশনায় বলা হয়, দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ সদস্য কর্তৃক মোবাইল ফোনের ব্যবহার যথাযথভাবে দায়িত্ব পালনকে ব্যাহত করার পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তাসহ নিজ নামে ইস্যুকৃত অস্ত্র-গুলি ও অন্যান্য সরকারি সম্পদের যথাযথ নিরাপত্তাকে বিঘ্নিত করে, যা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্য (অনুমোদিত পুলিশ সদস্য ব্যতীত) কর্তৃক মোবাইল ফোন ব্যবহার দৃষ্টিগোচর হলে তা কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য হবে। পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ ইতিমধ্যেই সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে কথা বলে জানা গেছে, কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার বিষয়ে আগে থেকেই নির্দেশনা ছিল। বর্তমান আইজিপি এসে এ বিষয়টি ফের স্মরণ করিয়ে দিয়েছেন এবং গুরুত্বের সঙ্গে দেখাশোনা করছেন। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেলে এবং তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন আইজিপি।

সর্বশেষ খবর