শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পরমাণু বোমা বানাতে চান সৌদি যুবরাজ

পরমাণু বোমা বানাতে চান সৌদি যুবরাজ

ইরান পরমাণু বোমা তৈরি করলে সৌদি আরবও পিছিয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। হুমকি মোকালািয় দ্রুত নিজস্ব পারমাণবিক অস্ত্র কর্মসূচি গড়ে তোলার সক্ষমতা রিয়াদের আছে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সৌদি সিংহাসনের পরবর্তী এ উত্তরাধিকার বলেন, তার দেশ পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহী নয়। ‘কিন্তু ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে, তাহলে কোনো সন্দেহ নেই, আমরাও যত দ্রুত সম্ভব তাদের অনুসরণ করব,’ বলেন তিনি। ২০১৫ সালে ৬ বিশ্বশক্তির সঙ্গে চুক্তির সূত্র ধরে পারমাণবিক কর্মসূচি সীমিত করে আনার ঘোষণা দিয়েছিল ইরান; ওই চুক্তিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফলতা হিসেবে দেখছিলেন পর্যবেক্ষকরা। যদিও শুরু থেকেই এ চুক্তির বিরোধিতা করে আসছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  বিবিসি।

সর্বশেষ খবর