রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা
নেপালে বিমান ট্র্যাজেডি

তদন্তে যোগ দিচ্ছে বাংলাদেশ দল

কূটনৈতিক প্রতিবেদক, কাঠমান্ডু থেকে

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনার তদন্তে আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশ (এএআইজি-বিডি)-এর প্রতিনিধিরা নেপালে এসে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোম্বারডিয়ার প্রতিনিধি দল, নেপাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বিশেষায়িত সংস্থা এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটিতে যোগ দেবেন। বাংলাদেশের প্রতিনিধি দলটির নেতৃত্বে থাকছেন ক্যাপ্টেন সালাহ্উদ্দিন এম রহমতুল্লাহ। এর আগে গত মঙ্গলবার কাঠমান্ডু এসেছে দুর্ঘটনা কবলিত ইউএস-বাংলার ড্যাস-৮-কিউ-৪০০ উড়োজাহাজের নির্মাতা প্রতিষ্ঠান কানাডার মন্ট্রিয়েল-ভিত্তিক বোম্বারডিয়ার’র দুই সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। নেপালের সিভিল এভিয়েশনের সঙ্গে তারা বেশ গুরুত্ব দিয়ে কয়েক দিন ধরেই তদন্ত চালিয়ে যাচ্ছে। কমিটির এক সদস্য জানান, ইউএস বাংলার বিমানটির ব্ল্যাকবক্সের ফ্লাইট ডাটা রেকর্ডার (এফডিআর) ও ককপিট ডাটা রেকর্ডার (সিভিআর)সহ অন্য তথ্য ডি-কোড করে বিশ্লেষণ করার কাজ শুরু হয়েছে। প্রতিটি বিষয় বিশ্লেষণ করা হচ্ছে। ককপিটে পাইলট, কো-পাইলটের সঙ্গে কী কথা বলেছেন, এয়ারট্রাফিকের সঙ্গে কী কথা হয়েছে, ককপিটের অপারেশন কী ছিল, সময় ধরে ধরে প্রতিটি বিষয় বিশ্লেষণ করা হবে। ফ্লাইট ডাটা রেকর্ডারের তথ্যের সঙ্গে ককপিট ডাটা রেকর্ডারের তথ্য, এয়ারট্রাফিকের রেকর্ডসব মিলিয়ে দেখা হবে। এ কাজটি করতে সময় প্রয়োজন। একই সঙ্গে পাইলট, কো-পাইলটের লাইসেন্সসহ অন্য বিষয়গুলো খতিয়ে দেখা হবে। বিমানটির মেইন্টেন্যান্সসহ অন্য বিষয়গুলোও তদন্তে বিবেচনা করা হবে।

 বাংলাদেশ থেকে ইউএস-বাংলার ফ্লাইট সংশ্লিষ্ট নানান কাগজপত্র নিয়ে বাংলাদেশের সিভিল এভিয়েশনের কয়েকজন অফিসার কমিটির কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন বলেও জানান এই সদস্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর