মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

প্রতিরক্ষা নীতিমালাসহ তিন আইনের খসড়া অনুমোদন মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রতিরক্ষা নীতিমালাসহ তিন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ভেজাল সার বিক্রির অপরাধে ২ মাসের সশ্রম কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে সার (ব্যবস্থাপনা, সংশোধন) আইন-২০১৮ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিদ্যমান আইনের ৮ (১) ধারা লঙ্ঘনে বা ভেজাল সার বিক্রিতে ৬ মাসের সশ্রম কারাদণ্ড বা অনধিক ৩০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড রয়েছে। প্রস্তাবিত সংশোধিত নতুন আইনে ২ বছরের সশ্রম কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, ২০০৬ সালের এই আইনের সংজ্ঞায় একটি শব্দ যুক্ত করা হয়েছে, তা হলো ‘আবশ্যকীয় উদ্ভিদ উপাদান’, সংযোজনে পুষ্টির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সংজ্ঞার ২ এর ২০ অনুচ্ছেদে ‘মিক্সড ফার্টিলাইজার’ পরিবর্তন করে ‘সুষম সার’ করা হয়েছে বা ‘মিক্সড ব্যালেন্স ফার্টিলাইজার’ করা হয়েছে। এ ছাড়া আইনে জাতীয় সার প্রমিতকরণ কমিটিকে ১৫ সদস্য থেকে ১৭ সদস্য করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ১৯৯২ সাল থেকে এই প্রতিষ্ঠানটি একটি রেজুলেশনের মাধ্যমে চলছে। এর কোনো আইন ছিল না, এখন একে আইনে পরিণত করা হয়েছে। তিনি আরও বলেন, সরকার যেটুকু ঘোষণা করবে সেটুকু বরেন্দ্র এলাকা হবে। বরেন্দ্র এলাকা বলতে রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলাকে বোঝাবে। অর্থাৎ বৃহত্তর রাজশাহী বিভাগ নিয়ে এই বরেন্দ্র এলাকা গঠিত হবে। আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার গেজেট প্রজ্ঞাপন করে যে কোনো এলাকাকে বরেন্দ্র এলাকা হিসেবে ঘোষণা করতে পারবে। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৮ এর খসড়া চূড়ান্ত অনুমোদন এবং জাতীয় প্রতিরক্ষা নীতিমালা-২০১৮ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সর্বশেষ খবর