বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শাহবাগ শিশুপার্কে থাকছে না জিয়ার নাম

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজধানীর শাহবাগে শিশু পার্কের ফলক থেকে সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের নাম এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলা হবে। এ পার্কের নতুন নাম হবে শুধু ‘শিশু পার্ক’। বর্তমান অবস্থান থেকে কিছুটা সরিয়ে নতুন আঙ্গিকে সাজানো হবে এই পার্ককে। আর সোহরাওয়ার্দী উদ্যানের যে জায়গাটিতে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেখানে হবে একটি স্মৃতিস্তম্ভ। গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে গতকাল সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ওই শিশু পার্কটির নাম ইতিমধ্যে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, যেখানে এখন শিশু পার্ক ওই স্থানেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। জিয়াউর রহমানের শাসনকালে গণমাধ্যমে জিয়াকে উদ্ধৃত করে বলা হয়েছিল, মুসলমানদের পরাজয়ের কোনো স্মৃতিচিহ্ন রাখতে নেই, তাই ওখানে শিশু পার্ক করা হয়েছে। প্রসঙ্গত, জিয়াউর রহমানের সময়ই ১৯৭৯ সালে ঢাকার শাহবাগে শিশু পার্কটির নির্মাণকাজ শুরু হয়। কয়েক দফা নাম বদলের পর ২০০৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় এর নামকরণ করা হয় শহীদ জিয়া শিশু পার্ক।

সর্বশেষ খবর