শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার ওকালতনামা পেতে হাই কোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওকালতনামা প্রদানের জন্য কারা কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে দলের আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ রিট করেন। আগামী সপ্তাহে এ রিটের শুনানি হতে পারে। আইনজীবী কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। এসব মামলায় আইনগত পদক্ষেপ দিতে ওকালতনামায় তার স্বাক্ষর প্রয়োজন। এজন্য বিএনপি চেয়ারপারসনের স্বাক্ষরের জন্য আইনজীবীরা কারা কর্তৃপক্ষকে ওকালতনামা দিলেও কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার স্বাক্ষর নিয়ে ওকালতনামা ফেরত দিচ্ছে না। এ অবস্থায় ২০ মার্চ আইনি নোটিস দিলেও কোনো জবাব আসেনি। তাই প্রয়োজনীয় নির্দেশনার জন্য হাই কোর্টে রিট করা হয়েছে। উল্লেখ, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন।

সর্বশেষ খবর