শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিন আজ থেকে উত্তর আমেরিকায়

নঈম নিজাম

বাংলাদেশ প্রতিদিন আজ থেকে উত্তর আমেরিকায়

আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম। বাংলাদেশ প্রতিদিন আজ সেই স্বপ্ন পূরণের আরেক ধাপ এগিয়ে গেল। যাত্রা শুরু হলো আজ থেকে উত্তর আমেরিকায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে এখন বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট ভার্সন সপ্তাহে একদিন প্রকাশিত হবে। প্রিয় পাঠক, এই শুভ যাত্রায় আপনারা আমাদের অভিনন্দন গ্রহণ করুন। বিশ্বের যে প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে সেখানেই নিয়ে যেতে চাই বাংলাদেশ প্রতিদিনকে। পাঠকপ্রিয়তা ও প্রচার সংখ্যায় সর্বোচ্চ থাকার এই গৌরব শুধু বাংলাদেশে নয়, আমরা ছড়িয়ে দিতে চাই সারা বিশ্বে। বাংলাদেশ এখন পৃথিবীর বুকে নতুন উচ্চতায়। আমাদের মিডিয়া পিছিয়ে থাকবে কেন? বর্তমান বিশ্ব বাস্তবতায় প্রিন্ট মিডিয়া এক কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আগামীর প্রতিটি স্তরে রয়েছে গভীর চ্যালেঞ্জ ও সংকট। সামাজিক গণমাধ্যম, অনলাইন ও ইন্টারনেটের আধিপত্যের এই যুগে বাংলাদেশ প্রতিদিন সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে চলছে। গত ছয় বছর ধরে টানা সর্বাধিক প্রচারিত দৈনিকের মর্যাদা নিয়েই রেকর্ড সৃষ্টি করেছে এই দৈনিকটি। আগামীতেও এই অবস্থান বজায় রেখে আমরা এগিয়ে যেতে চাই। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রতিদিন প্রকাশনা উপলক্ষে আমাদের সব গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, বিক্রয় প্রতিনিধি, হকার্স ও এজেন্টদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আজ বাংলাদেশ প্রতিদিনের এই গর্বিত অবস্থান। আমি বিশ্বাস করি, আগামীতেও বাংলাদেশ প্রতিদিনের প্রতি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের যুক্তরাষ্ট্র ও কানাডার সব পাঠক শুভানুধ্যায়ীকেও অভিনন্দন। আমরা প্রবাসীদের কথা বলব, প্রবাসের কথা বলব। আমাদের বিশাল কমিউনিটির সাফল্যকে তুলে ধরব গণমানুষের কাছে। বাংলাদেশ প্রতিদিন গণমানুষের একটি দৈনিক। উত্তর আমেরিকা সংস্করণে গুরুত্ব দেওয়া হবে সর্বস্তরের প্রবাসীদের সুখ-দুঃখকে। পাশাপাশি থাকবে বাংলাদেশের বিভিন্ন খবর। চেষ্টা করব আমরা গত্বাঁধা ধারার বাইরে গিয়ে কিছু করার জন্য। সময় লাগবে। তবে হতাশ করব না পাঠকদের। যেভাবে বাংলাদেশের পাঠকদের কাছে এই দৈনিকটি গ্রহণযোগ্যতা অর্জন করেছে, একইভাবে উত্তর আমেরিকার মানুষের কাছেও পাঠকপ্রিয় হবে বলে আশা করছি। আপনাদের সবার জন্য শুভ ও মঙ্গল কামনা করি এবং সবার কাছে দোয়া চাই। যাতে বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণও সাফল্য বয়ে আনতে পারে।

সর্বশেষ খবর