শনিবার, ২৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতি ও ইউনিয়নবাজ ধরুন, বাড়ান আন্তর্জাতিক বিমানবন্দর

জয়শ্রী ভাদুড়ী

দুর্নীতি ও ইউনিয়নবাজ ধরুন, বাড়ান আন্তর্জাতিক বিমানবন্দর

মীর মোহাম্মদ নাছির উদ্দিন

সাবেক বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, ‘বিমান আমার সময়ে লাভেই ছিল, কিন্তু এখন বিমানের ভরাডুবি। এর পেছনে রয়েছে দুর্নীতিবাজ এবং ট্রেড ইউনিয়নের নামে একচ্ছত্রতা কায়েম করা কর্মকর্তা-কর্মচারীরা।’

তিনি আরও বলেছেন, ‘সরকার বিমান ব্যবস্থাপনায় পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে এদের বের করে দিতে হবে। এর পাশাপাশি সেবার মান বাড়াতে আরও বেশি রানওয়ে দরকার এবং দেশের অন্য বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানে পরিণত করা দরকার।’ তিনি বলেন, ‘বিমানবন্দরের রানওয়েতে কনটেইনার রেখে আবদ্ধ করে ফেলা হয়েছে।

গা ঘেঁষে তৈরি করা হয়েছে হোটেল, শপিংমল। এগুলো একটি আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ঝুঁকিপূর্ণ। মানুষের এক দেশ থেকে অন্য দেশে যেতে যতটা না সময় লাগে, তার চেয়ে বেশি সময় লাগে বিমানবন্দরের যানজট থেকে মুক্তি মিলতে। রাত-দিন নেই বিমানবন্দরে প্রবেশ এবং বের হওয়ার পথে দীর্ঘ সময় ধরে লেগে থাকে যানজট। বাইরের দেশ থেকে পর্যটকরা আমাদের দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই খারাপ অভিজ্ঞতার মধ্যে পড়েন। এগুলো নিরসনে নতুন করে ভাবতে হবে। যাত্রীদের সুবিধার্থে তৈরি করতে হবে বোর্ডিং ব্রিজ।’ মীর মোহাম্মদ নাছির উদ্দিন আরও বলেন, ‘বিমান হ্যান্ডেলিংয়ের কাজ পুরোপুরি প্রাইভেট সেক্টরের ব্যবস্থাপনায় দিয়ে দেওয়া উচিত। নয়তো শিডিউল মতো চলা এবং যাত্রী সেবার মানোন্নয়ন কখনই হবে না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে সংখ্যা বাড়াতে হবে। কক্সবাজার বিমানবন্দরসহ দেশের অন্য বিমানবন্দরগুলোর আধুনিকায়ন কাজে দ্রুত হাত দিতে হবে। বিমান সেবার মান আরও বাড়াতে ১০টি আন্তর্জাতিক বিমানবন্দর প্রয়োজন।’

সর্বশেষ খবর