শনিবার, ২৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশের অগ্রযাত্রায় গাত্রদাহ হচ্ছে

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশের অগ্রযাত্রায় গাত্রদাহ হচ্ছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে এটা তাদের সহ্য হচ্ছে না। যারা পাকিস্তানের প্রেতাত্মা তারা বাংলাদেশের অগ্রযাত্রা দেখতে পারে না। বিএনপি নেতা-কর্মীদের কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় তাদের গাত্রদাহ হচ্ছে। বিশ্ব যখন বাংলাদেশের উন্নয়নকে স্বীকার করছে তখন বিএনপি নেতা-কর্মীরা মনের কষ্ট থেকে এসব বক্তব্য দিচ্ছেন। গতকাল কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, মওদুদ সাহেব একজন প্রখ্যাত আইনজীবী হিসেবেই শুধু নয়, একজন প্রখ্যাত প্রতারক হিসেবেও পরিচিত। একজন মৃত ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি করে মওদুদ সাহেব একটি বাড়ি দখল করেছিলেন। পরে আদালতের রায়ে তিনি বাড়ি থেকে উচ্ছেদ হন। এই ধরনের প্রতারকদের কাছ থেকে প্রতারণার কথাই শোনা যায়। আওয়ামী লীগ বা বর্তমান সরকার কখনই আদালতের ওপর হস্তক্ষেপ করেনি। তথ্য-প্রমাণের ভিত্তিতেই বেগম খালেদা জিয়াকে আদালত কারাদণ্ড দিয়েছেন। এ সময় স্বাধীনতা শিক্ষক পরিষদ জাতীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, স্বাশিপ কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক উপাধ্যক্ষ আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর