শনিবার, ২৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভোটের তফাত হবে ৭৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

ভোটের তফাত হবে ৭৫ শতাংশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দেশের জনমতের প্রতিফলন দেখছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘সুপ্রিম কোর্ট বার নির্বাচনের মতো পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু হলে বিএনপি জোট ও আওয়ামী লীগ জোটের আসন তফাত হবে ৭৫ শতাংশ।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মওদুদ আহমদ এ কথা  বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মিয়া মো. আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, ‘সরকারের অত্যন্ত প্রভাবশালী নেতারা চেষ্টা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের হাওয়া উল্টোতে এবং জয়লাভ করতে। কিন্তু তারপরও তাঁরা পারেননি। এই নির্বাচনটি বিএনপি ও আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গণতন্ত্র ছাড়া সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। দেশে গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই। এ অবস্থায় দেশকে উন্নয়নশীল দেশের তকমা অর্থহীন। বিএনপি ক্ষমতায় থাকলে আরও ৭/৮ বছর আগেই দেশ উন্নয়নশীল দেশের স্বীকৃত পেত।’ খালেদা জিয়াকে কারাগারে রেখে জাতীয় নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন সাবেক এই আইনমন্ত্রী। তিনি বলেন, একদিকে সরকার বলে দেশের বিচার বিভাগ স্বাধীন আবার অন্যদিকে বলে এই যে, দেইখো খালেদা জিয়ার ওকালতনামা কিন্তু তাড়াতাড়ি দিও না। এই দ্বিমুখী নীতির কারণেই বেগম খালেদা জিয়ার কারামুক্তি বিলম্বিত হচ্ছে। আমরা বলতে চাই, তিনি মুক্তি পাবেন, তিনি মুক্ত হয়ে আসবেন আমাদের মাঝে। বেগম খালেদা জিয়া ছাড়া বাংলাদেশে কোনো সাধারণ নির্বাচন হবে না, হতে পারে না। কারণ এই নির্বাচন কখনই  দেশের মানুষ মেনে নেবে না।’’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর