বুধবার, ২৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

চিকিৎসকদের আরও মনোযোগী হতে হবে

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসকদের আরও মনোযোগী হতে হবে

উন্নত চিকিৎসাসেবার প্রতি অধিক মনোযোগী হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল সচিবালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. কনককান্তি বড়ুয়া সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ এগিয়ে গেছে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করেছে। এ দেশের শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, খাদ্য উৎপাদন সবকিছুরই উন্নয়ন হয়েছে, অগ্রগতি হয়েছে, সাফল্য অর্জিত হয়েছে। এ দেশের জনগণ এখন চায় উন্নত স্বাস্থ্যসেবা। ভালো চিকিৎসা পেলেই তারা খুশি। বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার ও অব্যাহত রাখতে হবে। রাজনীতির চেয়ে, অনুষ্ঠানের চেয়ে কাজের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। রোগীদের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ডা. কনককান্তি বড়ুয়া তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সর্বশেষ খবর