শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভেনেজুয়েলার বন্দীশালায় দাঙ্গা নিহত ৬৮

প্রতিদিন ডেস্ক

ভেনেজুয়েলায় একটি পুলিশ স্টেশনের বন্দীশালয় দাঙ্গা হয়েছে। এতে কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছেন। বুধবার উত্তেজিত বন্দীরা সেখানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় কারাবোবো রাজ্যের শহর ভ্যালেন্সিয়ায় এ ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, হাজত ভেঙে বেরিয়ে আসার চেষ্টায় হাজতিরা একটি মাদুরে আগুন ধরানোর পর তা ছড়িয়ে পড়ে। এক টুইটে কারাবোবো রাজ্যের প্রধান সরকারি কৌঁসুলি তারেক উইলিয়াম সাব জানিয়েছেন, কী ঘটেছে তা বের করতে তাত্ক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয়েছে। থানায় আগুন লেগেছে, এই খবর ছড়িয়ে পড়লে হাজতিদের স্বজনরা থানার কাছে এসে ভিড় জমায়। তাদের সরিয়ে দিতে পুলিশ কাঁদুনে গ্যাস ব্যবহার করে। রাজ্য কর্মকর্তা জেসাস সানটানডার জানিয়েছেন, আগুন লাগার পর এক পুলিশ কর্মকর্তার পায়ে গুলি লাগে, তার অবস্থা স্থিতিশীল রয়েছে; পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কারাবোবো রাজ্যে শোক পালন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী রাখার জন্য ভেনেজুয়েলার কারাগারগুলোর কুখ্যাতি আছে। বন্দিদের কাছে প্রায়ই অস্ত্র ও মাদক থাকে। কারাগারগুলোতে দাঙ্গায় প্রায়ই বহু মানুষের মৃত্যু হয়।

সর্বশেষ খবর