সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বিএনপির স্বপ্ন কর্পূরের মতো মিশে গেছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্বপ্ন কর্পূরের মতো মিশে গেছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি যে নতুন খোয়াব দেখেছিল তা বাস্তবে রূপ নেয়নি, প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যদিয়ে তাদের স্বপ্ন কর্পূরের মতো বাতাসে মিশে গেছে। এখন তাদের আর কোনো নতুন ইস্যু নেই। তাদের মাঠে নামারও কোনো অবস্থা নেই। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গতকাল দলের ধর্ম বিষয়ক উপ-কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনে কিছু করতে না পেরে বিএনপি হতাশার সাগরে ডুবে গেছে। এ কারণে তারা আবোলতাবোল বলছে। তিনি বলেন, পয়লা বৈশাখে দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। তিনি (প্রধানমন্ত্রী) বিএনপিকে কটাক্ষ করে কোনো বক্তব্য দেননি। কোনো রাজনৈতিক বক্তব্যও তিনি দেননি। আমি নিজে বাহাদুর শাহ পার্কে যে বক্তব্য দিয়েছি তা অপজিশনকে আক্রমণ করে দেইনি। অথচ পয়লা বৈশাখের দিনেও বিএনপি নোংরা রাজনীতিতে মেতে উঠেছে। এটা অত্যন্ত দুঃখজনক। এত সুন্দর একটা দিনকে তারা নোংরা রাজনীতির কাজে লাগিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে বর্তমানে শান্তি আছে, স্থিতিশীলতা আছে, এটা বিএনপি সইতে পারছে না। তাই পয়লা বৈশাখের স্বতঃস্ফূর্ত, কালারফুল উদযাপনও তাদের ভালো লাগেনি। বিএনপি তাদের অন্ধ রাজনীতি উৎসবের কাজে লাগিয়েছে। বিএনপি যে কুরুচিপূর্ণ রাজনীতি করে, এটা তার বহিঃপ্রকাশ। ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ভারতের ক্ষমতাসীন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সে দেশে সফরে যাবে। ২০ সদস্যের প্রতিনিধি দলটি ২২ এপ্রিলের সকালে ঢাকা ছাড়বে। ২৩ তারিখ পার্টি টু পার্টি আলোচনা হবে। এরপর ২৪ তারিখ প্রতিনিধি দল ঢাকায় ফিরবে। প্রতিনিধি দলে আওয়ামী লীগ নেতাদের মধ্যে থাকবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মেজবাহ উদ্দিন সিরাজ, মহিবুল হাসান চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ, ড. হাছান মাহমুদ, মৃণাল কান্তি দাস, শাম্মী আহমেদ, আবদুস সবুর, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম, রোকেয়া সুলতানা, গোলাম কবির রাব্বানী এবং এস এম কামাল হোসেন।

সর্বশেষ খবর