সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়া গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়া গুরুতর অসুস্থ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ হয়ে গেছেন বলে দাবি করেছে বিএনপি। অসুস্থ হলেও এখন পর্যন্ত তাঁকে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, তাকে যেদিন (পিজি) হাসপাতালে আনা হয়েছিল, সেদিন তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের ডাকা হলেও চিকিৎসাসেবার সুযোগ দেওয়া হয়নি তাঁদের। কোনো পরামর্শও নেওয়া হয়নি তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের কাছ থেকে। গতকাল বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ অভিযোগ করেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আফজাল এইচ খান, বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, আমিনুল ইসলাম, খন্দকার আবু আশফাক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, সরকারি মেডিকেল বোর্ড মামুলি প্রহসনের এক্স-রে ও রক্ত পরীক্ষা করে খালেদা জিয়ার ফিজিওথেরাপির সুপারিশ করেছে। খালেদা জিয়া একজন বয়স্ক ও দেশের জনপ্রিয় নেত্রী। তিনি দীর্ঘদিন ধরে হাঁটু ও চোখের সমস্যায় ভুগছেন। কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে রাখায় আরও বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর। আসলে বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার জন্যই তাঁকে পরিকল্পিতভাবে সাজা দিয়ে কারাবন্দী করা হয়েছে। এখন তাঁকে চিকিৎসার সুযোগও দেওয়া হচ্ছে না।

সর্বশেষ খবর