মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মামলা প্রত্যাহারের সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক

মামলা প্রত্যাহারের সুযোগ নেই

ফৌজদারি অপরাধ সংঘটিত হলে একটি প্রতিষ্ঠানের প্রাথমিক দায়িত্ব এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগ হলো থানায় মামলা করা। আমরা সেটাই করেছি। এখন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিদ্ধান্ত নেবে। মামলা প্রত্যাহারের এখতিয়ার এখন আর বিশ্ববিদ্যালয়ের আওতায় নেই। গতকাল গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান।

তিনি বলেন, আন্দোলনের  নিজস্ব গতি আছে। যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে হতেই পারে। এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাগত জানায়। কিন্তু এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। একটি আইনি প্রক্রিয়ায় প্রবেশ করলে প্রক্রিয়া অনুযায়ী সবকিছু চলে। কোনটা আমলে নেবে আর কোনটা নেবে না সেটা তদন্তসংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিদ্ধান্ত নেবে। প্রাতিষ্ঠানিক উদ্যোগে যতটুকু করার বিশ্ববিদ্যালয় ততটুকুই করবে। রাষ্ট্র, সরকারের বিধি অনুযায়ী প্রক্রিয়া চলবে। এখানে হস্তক্ষেপ করার সুযোগ নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর