মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মে থেকে ফের শিল্পে গ্যাস

সাভার প্রতিনিধি

মে থেকে ফের শিল্পে গ্যাস

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, মে মাস থেকে শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ করা হবে। আনুষঙ্গিক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মে মাসে গ্রিডে অতিরিক্ত গ্যাস যোগ হবে এবং চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা হবে। গতকাল ঢাকার ধামরাইয়ে বাথুলী এলাকায় গ্লোবাল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা  বলেন। তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, শিল্পে নতুন সংযোগ ও লোড বৃদ্ধির কথা বলা হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে। কোম্পানিটি ৮১টি শিল্পে লোড বৃদ্ধির পাশাপাশি ৭৯টি নতুন সংযোগ প্রদান করবে। গ্যাস ব্যবহারে শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা এ সময় বলেন, বিএনপি একটা বড় দল। তাই তাদের আগামী নির্বাচনে আসা উচিত। বিএনপি যদি আগামী নির্বাচনে না আসে তাহলে দেশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর