শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বিশ্বনেতাদের সম্মেলন নয়, আগ্রহ হ্যারি ম্যাগানের বিয়েতে!

ভ্রাম্যমাণ প্রতিনিধি, যুক্তরাজ্য থেকে

বিশ্বনেতাদের সম্মেলন নয়, আগ্রহ হ্যারি ম্যাগানের বিয়েতে!

সকালের মিষ্টি রোদ ঠিকরে পড়ছে ফুলের বিছানায়। সবুজ ঘাসগুলো কাঁপছে তিরতির করে, বাতাসের সঙ্গে মিতালি করে। সামার এলেই লন্ডনের রূপ-রঙে যেন যৌবন লাগে। আহা! এমন সুন্দর পরিবেশেই কি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন—খোলো খোলো, হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা, খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো  কণিকা। লন্ডনে চলছে কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলন। কিন্তু ব্রিটেনের নাগরিকদের যেন সেটি নিয়ে আগ্রহ নেই! তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে প্রিন্স হ্যারি আর ম্যাগান মার্কেলের বিয়ে! সেই বিয়ের উন্মাদনা যেন লেগেছে প্রকৃতিতেও। বৃহস্পতিবার সকালে রানীর বাড়ি বাকিংহাম প্যালেসের সামনে গিয়ে দেখা গেল শত শত মানুষের আনাগোনা! চলছে বিভিন্ন টেলিভিশনের লাইভ ব্রডকাস্ট! রানীর বাড়ির প্রধান সড়ক সাজানো হয়েছে কমনওয়েলথভুক্ত দেশগুলোর পতাকা দিয়ে। যে ব্রিটিশরা বাংলাদেশে রাজত্ব করেছে দেড়শ বছর, সেই ব্রিটিশ রানীর দুয়ারে বাংলাদেশের লাল-সবুজ পতাকা পতপত করে উড়ছে—এটি যে কোনো বাংলাদেশির জন্য চোখে পানি আনার মতো দৃশ্য! শত শত মানুষের ভিড়, গণমাধ্যমকর্মীদের এই আনাগোনা দেখে মনে হতেই পারে, এ যেন কমনওয়েলথ সম্মেলন ঘিরে কর্মযজ্ঞ! কথা বলে জানা গেল, এসব শুধুই ১৯ মে প্রিন্স হ্যারি আর মার্কিন অভিনেত্রী ম্যাগান মার্কেলের বিয়ে নিয়ে। অনেকের সঙ্গে কথা বলে জানা গেল, তারা জানেনই না বিশ্বের বড় বড় নেতাদের সম্মেলন হচ্ছে রানীর বাড়ি থেকে মাত্র এক মাইল দূরে, ওয়েস্ট মিনস্টারে! ব্রিটিশ গণমাধ্যমগুলোরও শিরোনাম পাল্লা দিচ্ছে রাজপরিবারের বিয়ের খবর নিয়ে। ১৯ মে শনিবার বিয়ে হবে, উইনডসোর সেন্ট জর্জ চ্যাপেলে, অথবা ম্যাগানের পোশাক কী হবে, মেকআপ কে করছে, হ্যারির পোশাক—এই সব খবর ব্রেক করার পেছনে ছুটছেন সবাই। গণমাধ্যমের এই উন্মাদনার সঙ্গে যোগ দিচ্ছেন সাধারণ নাগরিকরা। পরিবার নিয়ে হাজির হচ্ছেন অনেকেই রানীর বাড়ির সামনে। সেখানে কর্মরত নিরাপত্তা কর্মীদের নানা প্রশ্নবাণে মিটিয়ে নিচ্ছেন নিজেদের কৌতূহল! কথা হলো জেমস পল ও তার পরিবারের সঙ্গে।

সর্বশেষ খবর