শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

লন্ডনে উপমন্ত্রী জয়ের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি নেতা-কর্মীদের হামলার মুখে পড়েন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এ সময় অনেককে জয়কে মারতে উদ্যত হতে দেখা যায়। কাউকে আবার রক্ষা করতেও দেখা গেছে। বুধবার স্থানীয় সময় বিকালে দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স হলের সামনে এ ঘটনা ঘটে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রায় এক মিনিটের একটি ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বার্কলেস ব্যাংকের সামনে বিক্ষুব্ধরা তাকে ঘিরে ফেলেছেন। হামলা থেকে রক্ষারও চেষ্টা করছেন বিএনপির কিছু নেতা-কর্মী। এতে অনেকটা আতঙ্কিত জয় দরজার এক কোণে অবস্থান নেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপির নেতারা বার বার বিক্ষুব্ধদের হামলা ঠেকাতে চেষ্টা করছেন। হামলাকারীদের শান্ত হতেও বলতে দেখা যায়। এ ঘটনায় উত্তেজিতদের কারও কারও মুখে জয়ের দিকে ‘মার’ বলতে শোনা যায়। আবার কেউ কেউ ‘পানি দে’- এমনটিও বলেন। এর মাঝেই একজন তার দিকে পানির বোতল ছুড়ে মারেন। কিছুক্ষণ চলে উত্তেজনাকর এই পরিস্থিতি। তবে অনেকে জয়কে নিয়ে কটূক্তিও করেন। পরে বিক্ষোভকারী অন্য নেতা-কর্মীদের সহায়তায় স্থান ত্যাগ করেন আরিফ খান জয়। পরে জানা যায়, পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং দুজনকে আটক করে। হামলার ঘটনা স্বীকার করে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কনফারেন্স হলের বাইরে বিক্ষোভ করছিল যুক্তরাজ্য বিএনপি। তখন উপমন্ত্রী আরিফ খান জয় পাশ দিয়ে যাওয়ার সময় জানতে চান, ‘এখানে কী হচ্ছে?’ তখনই বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তার ওপর হামলা চালান। তবে কিছু নেতা-কর্মী তাকে রক্ষা করেছেন। উপমন্ত্রী জয়ের ওপর এই হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এর সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, একজন ভদ্রলোক ও বাংলাদেশ সরকারের উপমন্ত্রী কনফারেন্স থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই হামলা প্রমাণ করে বিএনপি খুন, হত্যা ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী।

সর্বশেষ খবর